কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভট্টের উপস্থিতি ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাঁর পোশাক ও আচরণ দেখে অনেকেই অনুমান করছেন তিনি আবার মা হতে চলেছেন। 

নতুন করে ফের জল্পনা শুরু হয়েছে বলিউডে—আলিয়া ভট্ট কি আবার মা হতে চলেছেন? ২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কপূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া। সেই বছরের নভেম্বরেই জন্ম নেয় তাঁদের কন্যা রাহা কপূর, যার বয়স এখন আড়াই বছর।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি ঘিরে এই গুঞ্জন আরও জোরদার হয়েছে। তাঁর পরিধেয় পোশাক ও আচরণ দেখে অনেক অনুরাগীর মনে হয়েছে, তিনি হয়তো অন্তঃসত্ত্বা। কেউ কেউ লক্ষ্য করেছেন, আলিয়া বারবার নিজের পেট ঢাকার চেষ্টা করছিলেন, যা থেকে এই ধারণা আরও জোরালো হয়েছে ।

এ ছাড়া, কিছুদিন আগে এক পডকাস্টে আলিয়া জানান, তিনি ও রণবীর ইতিমধ্যেই একটি পুত্রসন্তানের নাম ঠিক করে রেখেছেন। রণবীরও এক সাক্ষাৎকারে দ্বিতীয় সন্তানের ইঙ্গিত দিয়েছেন, যেখানে তিনি বলেন, “খুব শীঘ্রই হয়তো দ্বিতীয় উল্কিটা করাব, সেটা হয়তো ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে”

তবে এখনও পর্যন্ত আলিয়া বা তাঁর টিমের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতির পর থেকেই গুঞ্জন শুরু হয়েছে। প্রথম দিন তিনি পরেছিলেন ডিজাইনার ড্যানিয়েল রোজ়বেরির তৈরি একটি স্ট্র্যাপলেস গাউন, যা ছিল হালকা ও নরম কাপড়ে তৈরি এবং তাতে সূক্ষ্ম সিকুইনের কাজ ছিল। তাঁর খোঁপা বাঁধা চুল ও হিরের স্টাড কানে নজর কাড়ে সকলের।

‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে আলিয়া পরেছিলেন আরমানির সিকুইনড গাউন, যার সঙ্গে মানানসই একটি বিশেষ ধরনের হেয়ার অ্যাকসেসরিও বেছে নিয়েছিলেন তিনি। তবে এই পোশাকেই নাকি স্পষ্ট হয়ে উঠেছে তাঁর স্ফীত পেট। অনেকেই লক্ষ্য করেছেন, আলিয়া বারবার নিজের পেট ঢাকার চেষ্টা করছিলেন, যা দেখে অনুরাগীদের মধ্যে গুঞ্জন ছড়ায়—তিনি কি আবার মা হতে চলেছেন?

একজন মন্তব্য করেছেন, “আলিয়াকে দেখে মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।” সেই মন্তব্যের জবাবে আরেকজন লিখেছেন, “আমারও ঠিক তাই মনে হয়েছে। তাঁকে দেখেই মনে হল, তিনি আবার মা হতে চলেছেন।” এমন মন্তব্যে ভরে উঠেছে সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম।

তবে এখনও পর্যন্ত আলিয়া বা তাঁর টিমের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিছুদিন আগেই এক পডকাস্টে আলিয়া তাঁদের কন্যা রাহার প্রসঙ্গে বলেছিলেন, তিনি ও রণবীর ইতিমধ্যেই একটি পুত্রসন্তানের নাম ঠিক করে রেখেছেন। এই মন্তব্যের পর থেকেই অনুরাগীদের মধ্যে ধারণা আরও জোরালো হয়েছে—তারা কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করে ফেলেছেন?