নির্বাচণ শেষে অর্থাৎ পুজোর আগেই এই বিষয়ে একটি সুখবর পেতে পারেন। ৪ জুন নির্বাচণের ফলাফল প্রকাশের পরেই ডিএ নিয়ে সুখবর পাবে।
যেই ডিএ নিয়ে উত্তাল বাংলার রাজ্য সরকারি কর্মীরা, এমনকী অদালতেও উঠেছে মামলা। লোকসভা নির্বাচণ সমাপ্তির আগেই সেই ডিএ নিয়ে বড়সড় ঘোষণা করল তৃণমূল সরকার। রাজ্য কর্মীরা নির্বাচণ শেষে অর্থাৎ পুজোর আগেই এই বিষয়ে একটি সুখবর পেতে পারেন। এর আগে যে ভাতা বৃদ্ধি করা হয়েছিল তা নিয়ে একদম মনের মত হয়নি বলে বেশ তুমুল শোড়গোল পড়েছিল রাজ্য সরকারের কর্মীদের মধ্যে।
লোকসভা নির্বাচণের সূচণার আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে। সেই জায়গা থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে রাজ্য সরকারি কর্মীরা। তবে মমতা সরকার ৪ জুন নির্বাচণের ফলাফল প্রকাশের পরেই ডিএ নিয়ে সুখবর জানাবে রাজ্য সরকারি কর্মীদের। যদিও বা ডিএ বাড়ে তা হাতে আসতে আসতে সেপ্টেম্বর মাস। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ইতিমধ্যেই ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এবং নির্বাচণের ফলাফল প্রকাশের পরেই আরও একবার তাদের ডিএ বৃদ্ধি পাবে। সেখানে রাজ্য সরকারি কর্মীরা কী তাঁদের উপযুক্ত ডিএ পাচ্ছেন! বা নির্বাচণের ফল প্রকাশের পরে কি কেন্দ্রের মত রাজ্যের কর্মীরাও কি মনের মত এই মহার্ঘ ভাতা পাবেন! তার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে রাজ্য সরকারী কর্মীদের।
অন্যদিকে বহু রিপোর্টে জানানো হয়েছে ডিএ রিসেট হয়ে মূল বেতনের তিন থেকে চার শতাংশ হারে মিলতে পারে। তবে ডিএ রিসেট হবে কী না সেই বিষয় এখনও স্পষ্ট নয়। নির্বাচণের পর রাজ্য সরকারি কর্মীরা পুজোর আগে হাতে কত শতাংশ পাবে তার জন্য করতে হবে আরও একটু অপেক্ষা।