'ধর্ম নিরপেক্ষতা দেখিয়ে ফিরহাদকে শুয়োরের মাংস খাওয়ান তো দেখি!' মমতাকে খোলা চ্যালেঞ্জ

Published : May 15, 2024, 10:05 AM IST
Firhad Hakim

সংক্ষিপ্ত

'ধর্ম নিরপেক্ষতা দেখিয়ে ফিরহাদকে শুয়োরের মাংস খাওয়ান তো দেখি!' মমতাকে খোলা চ্যালেঞ্জ

মোদীকে নিজে হাতে রান্না করে মাছ ভাত খাওয়াতে চান মমতা! ভোটের আবহে উড়ে আসছে শাসক বিরোধীর বহু চাঞ্চল্যকর মন্তব্য। প্রচারে গিয়ে প্রধান মন্ত্রীকে মাছ খাওয়াতে চেয়েছেন মুখ্যমন্ত্রী এবার এই বক্তব্যেরই পাল্টা উত্তর দিলেন তথাগত রায়।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেই তাঁকে ফিরহাদ হাকিমকে পর্ক চপ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তথাগত রায়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। মোদীকে মাছ ভাত খাওয়ানের পাশাপাশি ফিরহাদ হাকিমকে পর্ক চপ খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

এদিন একটি ট্যুইট করে তথাগত রায় লেখেন

"মমতা নাকি মোদীজিকে নিজের রাঁধা মাছভাত খাওয়াতে চান! সাধু প্রস্তাব। কিন্তু তার আগে একবার নিজের অনুচর ফিরহাদ হাকিমকে পর্ক চপ খাইয়ে দেখান না ! এক ঢিলে তিন পাখি মারা হবে ! ধর্মনিরপেক্ষতা জাহির করাও হবে, charity begins at home- দেখানোও হবে, আর চপ শিল্পের গুণগানও হবে ! " ব্যাস তারপর থেকেই হুলস্থুল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

মুখ্যমন্ত্রী বলেছিলেন, " মোদীবাবু একটু খেয়ে দেখুন না স্বাদটা কেমন! একটু খাবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না। নিজে করব। আমি ছোটবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি"

যা নিয়েও আলোরণ পড়ে গিয়েছিল সমাজ মাধ্যমে। এবার এর পাল্টা দিলেন তথাগত রায়। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে।

PREV
click me!

Recommended Stories

BJP News: মুর্শিদাবাদে বদলাচ্ছে রাজনীতির সমীকরণ! বড়ঞায় বিজেপিতে যোগ দিল শতাধিক নেতৃত্ব
জুতো পায়ে আম্বেদকরকে শ্রদ্ধা নিবেদন! ভিডিও ভাইরাল হতেই বিতর্কে তৃণমূল নেতা