- Home
- India News
- Mahua-Pinaki wedding: সাত পাকে বাধা পড়লেন মহুয়া মৈত্র, জানুন তাঁর স্বামী পিনাকী মিশ্রকে
Mahua-Pinaki wedding: সাত পাকে বাধা পড়লেন মহুয়া মৈত্র, জানুন তাঁর স্বামী পিনাকী মিশ্রকে
Mahua-Pinaki wedding: জীবনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন মহুয়া মৈত্র। তিনি বিয়ে করেন ওড়িশার পোড়খাওয়ার রাজনীতিবীদ পিনাকী মিশ্রকে। রইল পিনাকী মিশ্রের জীবনের চালচিত্র।

সাতপাকে আবদ্ধ মহুয়া-পিনাকী
দীর্ঘ দিনের বন্ধুত্ব শেষপর্যন্ত পরিণতি পেল বিবাহ বন্ধনে। সাতপাকে পাধা পড়লেন মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্র।
বার্লিনে বিয়ে
বার্লিনের প্রাসাদে বেশ কয়েকজন ঘনিষ্টকে নিয়েই শুভকাজ সম্পন্ন করেন মহুয়া ও পিনাকী। দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে।
কে হলেন বালার জামাই?
পিনাকী মিশ্র ওড়িশার বসিন্দা। প্রাক্তন সাংসদও।
পড়াশুনা
৬৫ বছরের পিনাকী মিশ্রের পড়াশুনা শুরু ওড়িশাতে। সেন্ট স্টিফেন কলেজ থেকে ইতিহাসে বিয়ে পাশ করেন। তারপর আইন নিয়ে পড়াশুনা করেন দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে।
আইনজীবী
আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে একাধিক মামলা লড়েছেন পিনাকী মিশ্র। তিনি হাইকোর্টেও সওয়াল করেছেন।
রাজনীতি শুরু
মহুয়ার মত পিনাকীরও রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেসের হাত ধরে। পরবর্তীকালে মহুয়া কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের হাত ধরেন। তেমনই পিনাকী বিজু জনতা দলের হাত ধরেন।
পিনাকীর রাজনীতি
পিনাকী মিশ্র ১৯৯৬ সালে কংগ্রেসের টিকিটে প্রথম সাংসদ হয়েছিলেন। পরে কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে যোগ দেন। তারপর ২০০৯, ২০১৪, ২০১৯ সালে পুরী থেকে জিতে সাংসদে যান।
২০১৪এ হার
২০২৪ সালে লোকসভা নির্বাচনে পিনাকীকে টিকিট দেয়নি বিজেডি প্রধান নবীন পট্টনায়েক।
কারণ
ওড়িশার রাজনীতিতে গুঞ্জন পিনাকী-মহুয়া সম্পর্কের কারণেই তাঁকে টিকিয় দেয়নি বিজু জনতা দল। সূত্রের খবর ২০১৪ সালের আগে থেকেই মহুয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন পিনাকী।
পিনাকীর ব্যক্তিগত জীবন
পিনাকী আগে বিয়ে করেছিলেন ওড়িশার বাসিন্দা সঙ্গীতাকে। তাদের একটি সন্তানও রয়েছে।