আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শুষ্ক আবহাওয়া সঙ্গে গরম ও অস্বস্তি ভাব থাকবে। ফলে আগামী কয়েকদিন গরম বাড়বে দক্ষিণের জেলাগুলিতে।
210
কোন কোন জেলায় বাড়বে তাপমাত্রা?
শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব-পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে। অন্যান্য জেলাতেও গরম ও অস্বস্তি থাকবে। আগামী সপ্তাহের বুধ-বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
310
দক্ষিণবঙ্গে গরম ও শুষ্ক আবহাওয়া
আগামী কয়েক দিনে তাপমাত্রা বাড়বে। গরম ও শুষ্ক আবহাওয়া বেশ কয়েকটি জেলাতে প্রভাব বিস্তার করবে। আগামী ৩-৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
পরপর পশ্চিমী ঝঞ্চায় গরম হওয়ার প্রভাব বাড়ছে উত্তর ও পশ্চিমের রাজ্যগুলিতে এবং পুবের বেশ কিছু রাজ্যে। মৌসুমী অক্ষরেখা দুর্বল হচ্ছে। আপাতত দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে না। বরং বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এই সপ্তাহে।
510
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ও বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
610
কোন কোন জেলায় বৃষ্টির পরিমাণ বেশি?
৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।
710
আরও বাড়বে তাপমাত্রা
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার শুষ্ক আবহাওয়া থাকবে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে।
810
আরও বাড়বে গরম এই জেলাগুলিতে
বঙ্গে্ পুরোপুরি বর্ষা ঢোকার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। বরং তাপমাত্রাও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। শনিবার থেকে শুষ্ক ও গরম হাওয়া বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলী, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে। তবে অন্যান্য জেলাতেও গরম ও গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
910
বইবে লু
শনিবার থেকেই শুষ্ক বাতাস বা লু বইতে পারে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলী, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলাগুলিতে। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
1010
কবে প্রবেশ করবে বর্ষা ?
খাতায়কলমে দক্ষিণবঙ্গে বর্ষা আসার সময় ৮ -১০ জুনের মধ্যে। উত্তরবঙ্গে সময়ের আগেই বর্ষা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকেছে। কিন্তু অনুকূল পরিস্থিতি না থাকার কারণে আগামী ১২ জুন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসার কোনও সম্ভাবনা নেই।