Bank Robbery: ফের রাজ্যে ব্যাঙ্ক ডাকাতি, মালদার সমবায় ব্যাঙ্কে ঢুকে লুঠ লক্ষাধিক টাকা

রাজ্যে ফের ব্যাঙ্ক ডাকাতির (Bank Robbery) ঘটনা ঘটল। এবার মালদার (Malda) গাজোলে একটি সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনা সামনে এসেছে।

Subhankar Das | Published : Jul 24, 2024 12:57 PM IST

রাজ্যে ফের ব্যাঙ্ক ডাকাতির (Bank Robbery) ঘটনা ঘটল। এবার মালদার (Malda) গাজোলে একটি সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনা সামনে এসেছে।

প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয় সেই ব্যাঙ্কে। তবে ডাকাতদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ঐ ব্যাঙ্কেরই হিসেবরক্ষক। আর এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় গাজোল থানার পুলিশ।

Latest Videos

এই ঘটনা প্রসঙ্গে মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, “পুরো বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করে দুষ্কৃতীদের খোঁজ চলছে। সেইসঙ্গে, জেলা জুড়ে নাকা চেকিং-এর কাজও শুরু হয়ে গেছে।”

বুধবার বেলার দিকে, গাজোলের কেষ্টপুর সমবায় সমিতির একটি ব্যাঙ্কে এই ডাকাতির ঘটনাটি ঘটে। সূত্রের খবর, প্রায় ৭-৮ জন দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঐ ব্যাঙ্কে ঢোকেন। তাদের আটকাতে গিয়ে ব্যাঙ্কের হিসেবরক্ষক যোগেশ্বর মণ্ডলের পেটে গুলি লাগে।

তাঁকে প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। যোগেশ্বর বাবুর বাড়ি শিক্ষকপল্লি এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রায় ৮ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে ঐ ডাকাতদল।

প্রসঙ্গত, গত ২ মাসে রাজ্যের বুকে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। সম্প্রতি পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। সেখানে আবার গুলিও চলে। ঠিক তারপরই হাওড়ার ডোমজুড়ে আরও একটি ডাকাতির ঘটনা সামনে আসে। দেখা যাচ্ছে যে, প্রায় সবকটি ঘটনাতেই বিহার কিংবা ঝাড়খণ্ডের যোগ রয়েছে।

পড়শি রাজ্য থেকে গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন। গাজোলে ডাকাতির ঘটনাতেও বিহার কিংবা ঝাড়খণ্ডের যোগ রয়েছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ডাকাতির পর কোনদিকে গেছে সেই ডাকাতদল, আপাতত তাই জানার চেষ্টা চলছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'আমরা ভরসা হারাচ্ছি! কর্মবিরতি উঠবে না' বৈঠক শেষে কড়া বার্তা Junior Doctors-দের | RG Kar Protest |