'অগ্নিকন্যা' মমতার বিরুদ্ধে বিজেপির মুখ অগ্নিমিত্রা? সভাপতি নির্বাচনের আগেই পোস্টার ঘিরে জল্পনা

Agnimitra Paul: বিজেপিতে রাজ্যসভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগেই মমতার বিরুদ্ধে বিজেপি মুখ কে তা নিয়ে পোস্টার পড়েছে কলকাতায়।

 

Saborni Mitra | Published : Mar 27, 2025 5:29 PM
110
পোস্টার যুদ্ধ

ভোটের আর বাকি মাত্র এক বছর। তার আগেই শাসক বিরোধী দুই দলেই বেজেগেছে ভোটের দামামা। শুরু হয়েছে পোস্টার যুদ্ধ।

210
বিজেপির পোস্টার

বিজেপিতে রাজ্যসভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত নাম চূড়ান্ত হয়নি। কিন্তু তার আগেই মমতার বিরুদ্ধে বিজেপি মুখ হিসেবে পোস্টার পড়েছে কলকাতায়।

310
কেষ্টপুরে পোস্টার

কেষ্টপুরে অগ্নিমিত্রা পলের নামে ব্যানার আর পোস্টার পড়েছে। সেখানে বলা বয়েছে 'বাংলার নারী শক্তির রক্ষাকবচ

অগ্নিমিত্রাকে চায় '

410
অর্থাৎ মমতার বিরুদ্ধে বিজেপির মুখ

মমতা বন্দ্যোপাধ্য়ায়, অর্থাৎ অগ্নিকন্যার প্রতিপক্ষ অগ্নিমিত্রা পলকেই তুলে ধরতে চাইছে বিজেপি? যদিও রাজ্যের নেতারা এই বিষয়ে মুখ খোলেননি।

510
পোস্টার কাদের

পোস্টার পড়েছে বাংলার অসংরক্ষিত মহিলা সমাজের পক্ষ থেকে। তবে পোস্টারে স্পষ্ট নয়, অগ্নিমিত্রাকে তাঁরা ভবানীপুরে বিজেপির প্রার্থী হিসেবে দেখতে চান, নাকি বিজেপির সভাপতি হিসেবে দেখতে চান।

610
অগ্নিমিত্রাই মুখ!

বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে। এখনও রাজ্য সভাপতির নাম চূড়ান্ত হয়নি। যদিও একাধিক নাম ঘোরাফেরা করছে। দিলীপ ঘোষ থেকে অগ্নিমিত্রা পল- সকলেরই নাম রয়েছে।

710
সক্রিয় অগ্নিমিত্রা

বিজেপির একাধিক দলীয় কর্মসূচিতে রীতিমত সক্রিয় অগ্নিমিত্রা পল। বিধানসভায় নিয়মিত যাতায়াত রয়েছে। বিক্ষোভ কর্মসূচিতেও তাঁকে দেখা যায় সামনের সারিতে।

810
আরজি কর ইস্যু

আরজি কর আন্দোলনের সময় থেকেই অগ্নিমিত্রা পল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন। রাস্তায় নেমে আন্দোলন করেছিলেনের। রাজ্যের মহিলা নিরাপত্তার নেই বলেও অভিযোগ তুলে সরব হয়েছিলেন।

910
অগ্নিমিত্রা পল

অগ্নিমিত্রা পল বিধায়ক। তিনি কয়েক বছর ধরেই বিজেপি সদস্য। বিজেপির মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ নেত্রী।

1010
বিজেপির নিশানা তৃণমূলকে

অগ্নিমিত্রার পোল্টার বিজেপি দেয়নি। তবে বিজেপির একাংশ নিশানা করছে তৃণমূলকে। তাদের কথায় অগ্নিমিত্রা পলকে আইসোলেন করার চেষ্টা করছে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাক। তারাই এই পোস্টার দিয়েছে। যদিও আইপ্যাকে কোনও উত্তর দেয়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos