প্রাথমিকেও মাধ্যমিকের মত পর্ষদের করা প্রশ্নেই ৩টে পরীক্ষা, বড় সিদ্ধান্ত ঘোষণা

Changes in primary examination system: প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা হবে পর্ষদের তৈরি করা প্রশ্নে।

 

Saborni Mitra | Updated : Mar 27 2025, 01:59 PM IST
110
প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার থেকে বদলে যাচ্ছে পরীক্ষা ব্যবস্থা।

210
পর্ষদ সভাপতির ঘোষণা

পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন এবার থেকে প্রাথমিকেরও প্রশ্নপত্র তৈরি করে দেবে পর্ষদ। সেই প্রশ্নপত্রেই পরীক্ষা দিতে হবে।

310
কোনও কোনও ক্লাসের?

তিনি আরও জানিয়েছেন সব ক্লাসের প্রশ্নপত্র পর্ষদ তৈরি করবে না। শুধুমাত্র দ্বিতীয় আর তৃতীয় শ্রেণির প্রশ্নপত্র তৈরির পরিকল্পনা নিয়েছে পর্ষদ।

410
সার্বিক মূল্যায়ন

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতেই সার্বিক মূল্যায়ন বা সামেটিভ প্রশ্নপত্র করবে পর্ষদ।

510
পর্ষদ সভাপতির বক্তব্য

গৌতম পাল জানিয়েছেন, '‘স্কুলগুলি নিজেরা প্রশ্ন করলে অনেক সময় প্রশ্নের মান নিয়ে প্রশ্ন ওঠে। পর্ষদ রাজ্যের সব স্কুলের জন্য প্রশ্ন করলে একটা নির্দিষ্ট মান থাকবে। সমস্ত পড়ুয়ার পড়াশোনার মান কেমন, তাদের অগ্রগতি কেমন হচ্ছে তাও পর্ষদ জানবে। তাই দ্বিতীয় ও তৃতীয় সামেটিভে পর্ষদ থেকে প্রশ্নপত্র করার পরিকল্পনা করেছি।'

610
পরীক্ষা

প্রাথমিকে 

বর্তমানে স্কুল স্তরে পরীক্ষাকে তিনটি সামেটিভ ভাগ করা হয়েছে।

710
পরীক্ষাসূচি

প্রথম পরীক্ষা এপ্রিল মাসের শেষে। দ্বিতীয় পরীক্ষা অগস্ট মাসে। আর তৃতীয় বা ফাইনাল পরীক্ষা ডিসেম্বর।

810
পড়ুয়াদের মূল্যায়ন

তিনটি পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মূল্য়ায়ন করা হবে। এতদিন এই পরীক্ষার প্রশ্নপত্র করত স্কুলের শিক্ষকরা। এবার থেকে পর্ষদ থেকেই প্রশ্নপত্র করা করা হবে।

910
পর্ষদের বক্তব্য

পর্ষদ সভাপতির কথায় ছাত্রদের ভিত মজবুত করতেই এই ব্যবস্থা করা হয়েছে। স্কুলে স্কুলে পর্ষদই এই প্রশ্নপত্র পৌঁছে দেবে।

1010
একই দিনে পরীক্ষা

এবার থেকে একই দিনে পর্ষদের করা প্রশ্ন পরীক্ষা হবে। রুটিনও করবে পর্ষদ। যদি কোনও এলাকায় স্থানীয়ভাবে ছুটি হয় তাহলে দ্বিতীয় সেটে পরীক্ষা হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos