উৎসবের মরশুম শুরুর আগেই যাত্রীদের জন্য বড় উপহার, এবার এই রুটেও চলবে এসি লোকাল ট্রেন

Published : Sep 01, 2025, 07:44 PM IST

AC Local Train News: উৎসবের মরশুম শুরুর আগেই নিত্যযাত্রীদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার শিয়ালদহ-রানাঘাটের পর এই রুটে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। কবে থেকে শুরু হচ্ছে পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
শিয়ালদহ-বনগাঁ এসি ট্রেন পরিষেবা

পুজোর আগে সুখবর। অল্প কিছুদিনের মধ্যে আরও ৩টি এসি লোকাল ট্রেন চালাবে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে রানাঘাট পৌঁছাবে এসি লোকাল ট্রেন। সকালের রানাঘাট থেকে ০৭:১১ মিনিটে ছেড়ে বনগাঁয় সেটি পৌঁছে ০৭:৫২ মিনিটে ছা়ড়বে এবং শিয়ালদহে ০৯:৩৭ মিনিটে পৌঁছাবে।

25
ট্রেনের সময় সূচি

সন্ধ্যায়: শিয়ালদহ থেকে ১৮:১৪ মিনিটে ট্রেনটি ছাড়বে। এবং সেটি বনগাঁয় পৌঁছবে সন্ধ্যা ২০:০৪ মিনিটে। এবং রানাঘাটে ২০:৪১ মিনিটে পৌঁছাবে।

শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন পরিষেবা-

শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ০৯:৪৮ মিনিটে। কৃষ্ণনগর পৌঁছাবে ১২:০৭ মিনিটে। 

এছাড়াও ডাউন ট্রেন: কৃষ্ণনগর থেকে ছাড়়বে দুপুর ১৩:৩০ মিনিটে। এবং সেটি শিয়ালদহে পৌঁছবে দুপুক ১৫:৪০ মিনিটে। 

এই করিডোরের উপর নির্ভরশীল যাত্রীদের, বিশেষ করে নিকটবর্তী মায়াপুর ইসকন মন্দির থেকে আগত তীর্থযাত্রীদের এবং কল্যাণী এইমস হাসপাতালে যাতায়াত করা যাত্রীদের উভয়কেই পরিষেবা দেবে। ফলে আরও সহজ হবে এই রুটে যাতায়াত। 

35
পুজোর আগেই বাড়ছে আরও ইএমইউ পরিষেবা

বিধাননগর-কল্যাণী: যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য সন্ধ্যার ব্যস্ত সময়ে আরও ২টি নতুন ইএমইউ পরিষেবা মিলবে।

বিধান নগর থেকে ছাড়বে প্রতিদিন রাত ৭টা ২৮ মিনিটে এবং সেটি কল্যাণী পৌঁছবে রাত ৮টা ৩৬ মিনিটে। একই ভাবে কল্যাণী থেকে ছাড়নে  রাত  ৮টা ৫২ মিনিটেে। শিয়ালদহে পৌঁছবে - রাত ১০.১৯ মিনিটে। 

45
বারাসাত-হাসনাবাদ রুটে বাড়ছে ট্রেন

পুজোর আগেই বারাসাত-হাসনাবাদ রুটের যাত্রীদের জন্য সুখবর দিল পূর্বরেল। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, বারাসত-হাসনাবাদ লাইনে একজোড়া ইএমইউ পরিষেবা অতিরিক্ত মিলবে। বারাসত থেকে ট্রেনটি ছাড়বে দুপুর  ১২:১৫ মিনিটে। এবং ওই ট্রেনটি হাসনাবাদে গিয়ে পৌঁছবে  বেলা ১:৩৮ মিনিট নাগাদ। 

55
বেড়েছে যাত্রী সংখ্যা

 এছাড়াও হাসনাবাদ থেকে ট্রেন ছাড়বে- দুপুর ১টা ৫৫ মিনিটে। ট্রেনটি বারাসত পৌঁছবে দুপুর ৩:২৫ মিনিটে। অন্যদিকে কলকাতা মেট্রোরেলের নতুন তিনটি রুটে মেট্রো চালু হওয়ার প্রায় ৫০ হাজার যাত্রী বেড়েছে শিয়ালদহ ও দমদম জংশন স্টেশনে। জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। 

Read more Photos on
click me!

Recommended Stories