সন্ধ্যায়: শিয়ালদহ থেকে ১৮:১৪ মিনিটে ট্রেনটি ছাড়বে। এবং সেটি বনগাঁয় পৌঁছবে সন্ধ্যা ২০:০৪ মিনিটে। এবং রানাঘাটে ২০:৪১ মিনিটে পৌঁছাবে।
শিয়ালদা থেকে কৃষ্ণনগর এসি লোকাল ট্রেন পরিষেবা-
শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ০৯:৪৮ মিনিটে। কৃষ্ণনগর পৌঁছাবে ১২:০৭ মিনিটে।
এছাড়াও ডাউন ট্রেন: কৃষ্ণনগর থেকে ছাড়়বে দুপুর ১৩:৩০ মিনিটে। এবং সেটি শিয়ালদহে পৌঁছবে দুপুক ১৫:৪০ মিনিটে।
এই করিডোরের উপর নির্ভরশীল যাত্রীদের, বিশেষ করে নিকটবর্তী মায়াপুর ইসকন মন্দির থেকে আগত তীর্থযাত্রীদের এবং কল্যাণী এইমস হাসপাতালে যাতায়াত করা যাত্রীদের উভয়কেই পরিষেবা দেবে। ফলে আরও সহজ হবে এই রুটে যাতায়াত।