
এবার এআইয়ের মাধ্যমে সনাক্ত করা হবে ডেঙ্গি! অভিনব ব্যবস্থা নিয়ে এল কলকাতা পুরসভা। শনিবার সেই কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম।
মেয়র ফিরহাদ হাকিম জানান, "ডেঙ্গি শনাক্তকরণের একটি নতুন প্রক্রিয়া শুরু হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে শনাক্তকরণ কাজ শুরু হচ্ছে। এতে করে আদৌ রোগী ডেঙ্গিতে আক্রান্ত কি না তা তাড়াতাড়ি ধরা পড়ে যাবে।"
বর্ষা আসার সঙ্গে সঙ্গেই ডেঙ্গি নিয়ে বিশেষ সতর্কতা নিতে হয় রাজ্য সরকারকে। ঘরে ঘরে গিয়ে পর্যবেক্ষণ করতে হয় যাতে জল কেউ জমিয়ে না রাখতে পারে। এ ছাড়াও কেউ অসুস্থ কি না তাও খোঁজ খবর নেওয়া হয় নিয়মিত।
প্রতিবছরেই বাড়ে ডেঙ্গুর প্রকোপ। একেবারে শীতকালের আগ পর্যন্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় আক্রান্তের সনাক্তকরণ হতে দেরি হওয়ায় মৃত্যু পর্যন্ত ঘটে। তাই এবার ডেঙ্গু সনাক্ত করণে বিশেষ ব্যবস্থা নিল পুরসভা। এআইয়ের মাধ্যমে ডেঙ্গু সনাক্ত করা হবে বলে জানা গিয়েছে। এ ছাড়া রোগীরা যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে তার জন্য বিশেষ ভ্যাকসিন আনার চেষ্টা করা হচ্ছে। ডেঙ্গির ভ্যাকসিন এলে কমবে আক্রান্তের সংখ্যাও। তাই যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আনা হবে বলে জানিয়েছে পুরসভা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।