সকাল থেকে ছিল কড়া রোদ। সেই সঙ্গে ছিল ভ্যাপসা গরম। এই গরমের কয়ের ঘন্টার পর বদলে গেল পুরো চিত্র।
আর কয়ের ঘন্টার মধ্যে শুরু হবে ঝেঁপে বৃষ্টি। স্বস্তি নামবে বিভিন্ন স্থানে। কয়েক ঘন্টার মধ্যেই মিলবে স্বস্তি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু। ফলে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের এখনও কোনও সম্ভাবনা নেই।
মাঝে কয়েকদিন ঝড়বৃষ্টি হলেও ফের ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। গরমে ক্রমে বেড়েই চলেছে।
সাধারণত জুনের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে বর্ষা ঢুকে যায় দক্ষিণবঙ্গে। এবার ১০ তারিখ পেরিয়ে গেলেও বর্ষার নাম নেই।
আজ ১৪ জুন শনিবার মৌসুমি বায়ু কিছুটা গতি পেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু শনিবার মধ্য ও পূর্ব ভারতের বিভিন্ন রজ্যে ঢুকে পড়বে।
সে কারণে চলতি সপ্তাহে কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। একই সঙ্গে থাকবে ভ্যাপসা গরম। আজ বিকেলের পর বদল হতে পারে আবহাওয়া
ঝড়বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কমবেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সকল জেলাতে। তেমনই রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
এই সময় দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি -এই পাঁচ জেলাতে হতে পারে ঝড় বৃষ্টি।
Sayanita Chakraborty