Kolkata News: প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার কলকাতা মেডিক্যাল কলেজের ইন্টার্ন পিজিটি। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Kolkata News: ফের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ। পিজিটি ইন্টার্ন প্রেমিকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ দায়ের করল প্রেমিকা। শুক্রবার দক্ষিণ কলকাতার পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছে ওই নির্যাতিতা প্রেমিকা। সূত্রের খবর, কলকাতা মেডিকেল কলেজের এক ছাত্রের বিরুদ্ধে সম্মতি ছাড়াই তিনবার গর্ভপাতের অভিযোগ করেছেন প্রেমিকা। ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক।

পুলিশ সূত্রে খবর, পাটুলী মহিলা থানায় অভিযোগ করেন ২৭ বছর বয়সী তরুণী। তার প্রেমিক মেডিকেল কলেজের ছাত্র। তার সঙ্গে সম্পর্কের জেরে ওই তরুণী ৩ বার গর্ভবতী হন। অভিযুক্ত ব্যক্তি অভিযোগকারীর সম্মতি ছাড়াই তিনবার গর্ভপাতও করেছিলেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রের খবর, তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। তরুণীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে । স্থানীয় সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হয়েছে । প্রাসঙ্গিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও জানা গিয়েছে, থানায় লিখিত অভিযোগ দায়েরের সময় নির্যাতিতা প্রেমিকা জানিয়েছেন যে, কোনও রকম সম্মতি ছাড়াই তার প্রেমিক তার সঙ্গে বহুবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এবং এর জন্য তিনি তিনবার অন্তঃসত্ত্বা হয়েও পড়েন। শুধু তাই নয়, প্রতিবারই তিনি গর্ভপাত করিয়ে দিয়েছেন। বান্ধবীর সম্মতি ছাড়াই করানো হয়েছে গর্ভপাত বলে অভিযোগ ওই তরুণীর।

এরপরই তরুণীর অভিযোগের ভিত্তিতে প্রেমিকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে পাটুলী থানার পুলিশ। করানো হয় প্রেমিকা তরুণীর মেডিক্যাল পরীক্ষা। এছাড়াও সাক্ষীর জন্য স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত প্রেমিক আদতে মালদহের বাসিন্দা। সে কলকাতা মেডিক্যাল কলেজে পিজিটি ইন্টার্ন হিসেবে কর্মরত। এবং বউবাজার থানা এলাকার একটি বয়েজ হোস্টেলে থাকত ওই যুবক। শুক্রবার কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর থেকেই গ্রেফতার করা হয়েছে ওই যুবককে।

অন্যদিকে, খাস কলকাতায় চকোলেটের প্রলোভন দেখিয়ে নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, অর্কোজ্যোতি কুণ্ড ওরফে ছোটকা নামের এক ব্যক্তি বছর ৯-এর এক নাবালিকাকে চকলেটের লোভ দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করে বলে অভিযোগ। বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই নাবালিকাকে হুমকিও দিয়েছিল অর্কোজ্যোতি কুণ্ড। পরে নাবালিকার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

প্রায় ৯ বছর বয়সী নাবালিকা মেয়ের উপর ৪/০৬/২৫ তারিখে এবং তার আগে বেশ কয়েকবার চকোলেটের প্রলোভন দেখিয়ে গুরুতর যৌন নির্যাতন চালিয়েছেন এবং অপরাধ সংঘটনের সময় ভুক্তভোগী মেয়েটিকে ঘটনাটি চাপা দেওয়ার জন্য চুপ থাকার জন্য হুমকি দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অর্কো জ্যোতি কুণ্ড ওরফে ছোটকা কে গ্রেফতার করে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।