PM Modi On G7 Summit: কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি মাসের শেষে জি৭ শীর্ষক সম্মেলনে যোগ দিতে সেদেশে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশদে জানতে আরও পড়ুন…

PM Modi On G7 Summit: জি৭ সামিটে যোগ দিতে কানাডা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi News)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার নিজের এক্স হ্য়ান্ডেলে জানিয়েছেন যে, তিনি চলতি মাসের শেষে কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিত হতে চলা জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কারনি। 

এই বিষয়ে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “কানাডার প্রধানমন্ত্রী মার্ক জে কারনির কাছ থেকে ফোন পেয়ে আমি আনন্দিত। তাঁর সাম্প্রতিক নির্বাচনী জয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছি এবং কানানাস্কিসে অনুষ্ঠিত হতে চলা জি-৭ সম্মেলনের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়েছি।''

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে মোদী এবং কারনির মধ্যে প্রথম মুখোমুখি সাক্ষাৎ। কানাডার সাম্প্রতিক ফেডারেল নির্বাচনে কারনি নিরঙ্কুশ জয় অর্জনের পর এই কূটনৈতিক সংলাপকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে ভারত-কানাডা সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই জি-৭ সম্মেলনে মোদীর অংশগ্রহণের ঘোষণা, ‘নিজ্জরের হত্যাকাণ্ডে অভিযোগ ভিত্তিহীন’ বলছে ভারত। 

ভারত ও কানাডার মধ্যে উত্তপ্ত কূটনৈতিক পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জি-৭ সম্মেলনে অংশগ্রহণের ঘোষণা করা হয়েছে। এর আগে জল্পনা ছড়িয়েছিল যে, দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ায় মোদী এবার কানাডার কানানাস্কিসে অনুষ্ঠিত হতে চলা এই সম্মেলনে যোগ নাও দিতে পারেন।

মে মাসে ভারতের বিদেশ মন্ত্রক দু'বার জানিয়েছিল, প্রধানমন্ত্রী মোদীর কানাডা সফর নিয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। জি-৭ একটি অনানুষ্ঠানিক মঞ্চ, যেখানে বিশ্বের সাতটি অন্যতম শিল্পোন্নত দেশ—ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, যুক্তরাষ্ট্র ও কানাডা—অংশগ্রহণ করে। 

পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (EU), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), বিশ্বব্যাংক এবং জাতিসংঘকেও আমন্ত্রণ জানানো হয়। ভারত ও কানাডার মধ্যে সম্পর্কে চিঁড় ধরে গত বছর কানাডায় খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের পর। ঘটনাটি আন্তর্জাতিক মহলেও নজর কেড়ে নেয়। যখন সে সময়ের কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারতের বিরুদ্ধে অভিযোগ আনেন। তিনি দাবি করেন, নিজ্জারের হত্যার পেছনে ভারত সরকারের হাত রয়েছে।

Scroll to load tweet…

যদিও এরপর গড়িয়েছে অনেক জল। ভারত সরকার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে খারিজ করে দেয়। ভারতের বিদেশমন্ত্রক সাফ জানিয়েছে যে, এই অভিযোগের কোনও প্রমাণ নেই এবং তা স্পষ্টতই কূটনৈতিক প্রচারের অংশ। আর এই প্রেক্ষাপটেই মোদীর জি-৭ সম্মেলনে অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।