সুকান্তর সঙ্গে সভাপতি নির্বাচনের দৌড়ে রয়েছেন এঁরা, আগামী সপ্তাহে ঘোষণা হতে পরে বিজেপির রাজ্য সভাপতি

Published : Jun 29, 2025, 08:03 PM IST

এখনও হয়নি বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন। থমকে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়। শুধু বঙ্গ নয়, বেশ কয়েকটি রাজ্যে এখনও সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি বিজেপি। 

PREV
110
বিজেপির রাজ্য সভাপতি

এখনও হয়নি বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন। থমকে রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়। শুধু বঙ্গ নয়, বেশ কয়েকটি রাজ্যে এখনও সভাপতি নির্বাচন করে উঠতে পারেনি বিজেপি।

210
বঙ্গ বিজেপির দায়িত্বে

বঙ্গ বিজেপির দায়িত্বে রয়েছেন সুকান্ত মজুমদার। কিন্তু তাঁকে সভাপতি করে রাখতে বাধা বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি।

310
বিজেপির সভাপতি

সুকান্ত মজুমদার বিজেপির দশম রাজ্য সভাপতি। তিনি ২০২১ সালের ২০ সেপ্টেম্বর থেকে এই দায়িত্বে রয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরই তাঁকে সভাপতি কর হয়েছিল।

410
সফল সভাপতি দিলীপ

রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনের পর হঠাৎ করেই তাঁকে সরিয়ে সুকান্তকে দায়িত্বে দেওয়া হয়েছিল।

510
নতুন সভাপতি ঘোষণা

গেরুয়া শিবির সূত্রের খবর, আগামী সপ্তাহেই ঘোষণা করা হতে পারে রাজ্য সভাপতির নাম।

610
রাজ্য সভাপতির লড়াই

বিজেপি সূত্রের খবর রাজ্য সভাপতি ইস্যুতে বর্তমানে বিজেপি দুই ভাবে বিভক্ত। একদিকে শুভেন্দু অধিকারীর লবি। অন্যদিকে সুকান্ত মজুমদার লবি। এখন দেখার কোন লবি জয়ী হয়।

710
নাম রয়েছে শমীক ভট্টাচার্যের

কিছুটা পিছিয়ে থাকলেও বিজেপির রাজ্য সভাপতির লড়াইয়ে রয়েছে শমীক ভট্টাচর্যের নাম। তিনি বিজেপির আদি নেতা। যখন রাজ্যে গেরুয়া শিবিরের রবরবা ছিল না তখন থেকেই তিনি বিজেপির মুখপাত্র।

810
শুভেন্দুর পছন্দ

বিজেপি সূত্রের খবর সভাপতি হিসেবে শুভেন্দুর পছন্দ অগ্নিমিত্রা পলকে। শোনা যাচ্ছে তাঁর নাম তিনি দিল্লিতে পেশ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও উত্তর পাননি।

910
বিজেপির পর্যবেক্ষকদের পছন্দ

একাধিক নাম জল্পনায় থাকলেও সুনীল বনশলদের রাজ্যের দায়িত্বে থাকা নেতাদের প্রথম পছন্দ সুকান্ত মজুমদারই। আগামী বছর ভোটের আগে তাঁরা আর নতুন কোনও জটিলতায় যেতে চান না।

1010
দিলীপের অবস্থান

বিজেপি সূত্রের খবর রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে দিলীপের নাম প্রায় ছেঁটে ফেলেছে দিল্লি। তাঁকে নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা নেই বলেও সূত্রের খবর.

Read more Photos on
click me!

Recommended Stories