আধার কার্ড-ভোটার কার্ড জাল করে এসআইআর ফর্ম ফিলাপের অভিযোগ, বিতর্কে বসিরহাটের যুবক

Published : Dec 02, 2025, 06:55 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

West Bengal News: অন্য লোককে বাবা-মা সাজিয়ে আধার কার্ড-ভোটার কার্ড তৈরি। এসআইআর ফর্ম ফিলাপ করে বিতর্কে যুবক। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ  প্রতিবেদন…

West Bengal News: আধার কার্ড, ভোটার কার্ড জাল করে বাবা থাকতেও অন্যকে বাবা-মা সাজিয়ে এসআইআর ফর্ম ফিলাপের অভিযোগ জমা পড়ল বিডিওর কাছে। জীবিত বাবা-মা থাকতে নকল বাবা-মা সাজিয়ে নথিপত্র এসআইআর ফর্ম ফিলাপ অকপটে স্বীকার অভিযুক্তের। 

ঠিক কী অভিযোগ উঠেছে?

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট ভারত-বাংলাদেশ সীমান্তে সংগ্রামপুর শিবাটী গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর বুথের ঘটনা। একই গ্রামের মহাদেব মন্ডল তার স্ত্রী নীলিমা মন্ডলকে তাদের তথ্য চুরি করে অজান্তে বাবা মা সাজিয়ে রাজু মন্ডল একদিকে ভোটার আধার কার্ড তৈরি করেছে। অন্যদিকে এসআইআর ফর্ম ফিলাপ করেছেন।

 এই ঘটনা জানাজানি হতে মহাদেব মন্ডল জানতে পারে যে তার ছেলে মেয়ে আছে তা সত্ত্বেও আরও এক নকল ছেলের অজান্তে নথিতে নাম তুলেছে। কিন্তু সেগুলো সম্পূর্ণ ভুয়ো মিথ্যা। প্রথমে এই বুথের বিএলও বাপি মন্ডলকে লিখিতভাবে আবেদন করেন। তারপর বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও কাছে লিখিত আবেদন জানিয়েছেন। 

যে আমাদের নাম ব্যবহার করে এলাকারই এক যুবক সে এখানকার জামাই রাজু মন্ডল দীর্ঘ ১৭ বছর ধরে এখানে রয়েছেন বেশ কয়েকবার ভোট দিয়েছে। তার শ্বশুর মধুসূদন মন্ডল বেশ কিছু বছর আগে মারা গেছে শাশুড়ি, ভারতী মন্ডল এখনো জীবিত। স্ত্রীর পাপিয়া মন্ডল কে নিয়ে রাজু মন্ডল শশুর বাড়িতেই থাকেন। 

অভিযুক্ত স্বীকার করেছে তার বাড়ি মুর্শিদাবাদ জেলায়। তার বাবা-মা জীবিত সেখানে তিনি আর যান না। প্রশ্ন হচ্ছে, তার নিজের বাবা-মা থাকা সত্ত্বেও কি করে অন্যকে বাবা-মা সাজিয়ে নকল নথি তৈরি করল। সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে। অকপটে স্বীকার করেছে রাজু তিনি নকল বাবা-মা সাজিয়ে ভোটার আধার কার্ড এস আই আর ফরম ফিলাপ করেছেন। সেই কথা তার স্ত্রী পাপিয়া মন্ডল স্বীকার করেছেন। 

তিনি দাবি করেছেন, তার বাবা-মা আমাদেরকে তাজ্য পুত্র করে দিয়েছে। যেহেতু আমরা ভালবাসা করে বিয়ে করেছিলাম। তাই সেখান থেকে রাজু শ্বশুরবাড়িতেই বাসস্থান পাশাপাশি কর্মস্থল। তাই এখানে থাকেন ইতিমধ্যে যাদের বাবা সাজিয়েছে মহাদে মন্ডল। তিনি প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। তার নাম যেন কেটে দেওয়া হয় তদন্ত শুরু করেছে স্থানীয় ব্লক প্রশাসন। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'ভারতবর্ষের কোথাও বাবরি মসজিদ করতে দেব না', রাজ্যসভায় হুঙ্কার শমীক ভট্টাচার্যের
West Bengal SIR News: SIR ভয়ে দেশ ছাড়ার হিড়িক! হাকিমপুর চেকপোস্টে দিন দিন বাড়ছে বাংলাদেশিদের ভিড়