Burdwan: ইনকাম সার্টিফিকেটে প্রাক্তন প্রধানের সই, তৃণমূলের দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপির

সংক্ষিপ্ত

বর্তমান পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জীর অভিযোগ, এটি গর্হিত অপরাধ। ওই সার্টিফিকেট ইতিমধ্যে পঞ্চায়েত বাজেয়াপ্ত করেছে। স্থানীয় মলানদীঘি ফাঁড়িতে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…              

কাঁকসা: পঞ্চায়েতের প্যাডে ইনকাম সার্টিফিকেটে প্রাক্তন প্রধানের সই। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল কাঁকসায়। জানা গিয়েছে, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা কেন্দ্রে এমন গুরুতর অভিযোগকে ঘিরে শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ. মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প রূপশ্রীর ইনকাম সার্টিফিকেটে বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরের জায়গায় রয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর। যা ঘিরে তোলপাড় কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েত।

বর্তমান পঞ্চায়েত উপপ্রধান বিশ্বরূপ চ্যাটার্জীর অভিযোগ, এটি গর্হিত অপরাধ। ওই সার্টিফিকেট ইতিমধ্যে পঞ্চায়েত বাজেয়াপ্ত করেছে। স্থানীয় মলানদীঘি ফাঁড়িতে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে পঞ্চায়েত অফিসের তরফে। বিষয়টি জানানো হয়েছে দলের উচ্চ নেতৃত্ব ও কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতিকে। এদিকে যাঁকে ঘিরে এই অভিযোগ পাল্টা তিনি বলেন, ''দলের একাংশ তার সঙ্গে ষড়যন্ত্র করে তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।'' এমনটাই দাবি করেন, ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পীযুষ মুখোপাধ্যায়।

Latest Videos

জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত কাঁকসার মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন পীযুষ মুখোপাধ্যায়। গত পঞ্চায়েত ভোটে তিনি আর নির্বাচনে দাঁড়াননি। বর্তমানে মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন পাকুমনি সোরেন। পঞ্চায়েত উপ-প্রধান বিস্বরূপ চ্যাটার্জী।

তাঁর অভিযোগ, পঞ্চায়েত এলাকার অধীনে থাকা আররা এলাকার এক বাসিন্দা তার মেয়ের বিয়ের জন্য শুক্রবার একটি ইনকাম সার্টিফিকেট জমা দেন পঞ্চায়েতে। আর সেই ইনকাম সার্টিফিকেট ভেরিফিকেশন করতে গিয়েই হতবাক হয়ে যান। ঐ ইনকাম সার্টিফিকেটে স্বাক্ষর থাকার কথা বর্তমান পঞ্চায়েত প্রধান পাকুমনি সোরেনের, কিন্তু সেই সার্টিফিকেট চলতি মাসের ২০ তারিখ ইস্যু হলেও সেখানে বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরের জায়গায় প্রাক্তন পঞ্চায়েত প্রধান পীযুষ মুখোপাধ্যায়য়ের স্বাক্ষর রয়েছে। আর এটা কিভাবে চলে এলো সেটা দেখে তিনি চমকে ওঠেন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য্য ও কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নব কুমার সামন্তকে। পরে কাঁকসার মলানদীঘি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এদিকে এই বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের অভিযোগ, দুর্নীতিতে ডুবে রয়েছে তৃণমূল। আর এই ঘটনা তারই প্রমাণ। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি জেলা কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, ''কীভাবে ২০২৫ সালের চলতি মাসে ইস্যু হওয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রূপশ্রীর ইনকাম সার্টিফিকেটে বর্তমান পঞ্চায়েত প্রধানের স্বাক্ষরের জায়গায় প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর হয়ে গেল তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। তাহলে কি এই প্রকল্পেও হেরা ফেরি চলছে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার