হাত জোড় করেও রেহাই মিলল না অঙ্গনওয়াড়ির দিদিমণির! বিধায়কের কড়া ধমক খেলেন তিনি

Published : Nov 21, 2024, 07:08 PM IST
Anganwadi school worker scolds TMC MLA for coming late bsm

সংক্ষিপ্ত

২০২৪ সালের লোকসভা ভোটে চুঁচুড়ায় কেন তৃণমূল কংগ্রেস হেরেছে তার খোঁজ নিতে জনসংযোগ শুরু করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। পাঁচদিন তাঁর বিধানসভা এলাকায় চলবে এই কর্মসূচী। 

দেরীতে আসায় এক শিশুকে খাবার দেওয়া হয়নি, যা নিয়ে অভিযোগ উঠেছিল। কিন্তু আজ ঘটল পুরো উল্টো ঘটনা। কারণ দেরিতে অঙ্গনওয়াড়ি স্কুলে আসায় বিধায়কের নিজেই দেরীতে এলেন অঙ্গনওয়াড়ির দিদিমনি,কড়া ধমক খেতে হল বিধায়কের কাছে। এই ঘটনা ঘটেছে হুগলির চুঁচুড়ায়। ভোটে হারের কারণ খতিয়ে দেখতে গিয়েই বিধায়কের নজরে আসে অঙ্গনওয়াড়ি কর্মীর গাফিলতি।

২০২৪ সালের লোকসভা ভোটে চুঁচুড়ায় কেন তৃণমূল কংগ্রেস হেরেছে তার খোঁজ নিতে জনসংযোগ শুরু করেছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। পাঁচদিন তাঁর বিধানসভা এলাকায় চলবে এই কর্মসূচী। আজ ছিল তার প্রথম দিন। কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপ প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে দেবীপুরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনেন বিধায়ক। সেখানেই একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে জানতে পারেন একটি শিশু একদিন দেরীতে স্কুলে যাওয়ায় বকাঝকা করেন দিদিমনি।তারপর আর সেই শিশু স্কুলে যায়নি খাবারও পায়নি।

বিধায়ক অসিত মজুমদার দিদিমনি স্বর্ণ মুখোপাধ্যায়কে ধমক দেন। যে দিদিমনি শিশুকে দেরীতে আসায় বকেছিল সেই দিদিমনি আজ দেরীতে আসেন। বিধায়ক তাকে বলেন আপনি বাচ্চাটাকে কোলে করে নিয়ে যাবেন ।আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব।তারপর তাকে হাতজোর করে অনুরোধ করেন বিধায়ক,অভিযোগ করার সুযোগ দেবেন না। দিদিমনি বলেন, বিধায়ক অভিভাবকের মত,ভুল হলে বকবেন।

যদিও আজ সকালেই ইটখোলা গ্রামে জনসংযোগে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়ে,এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। বিধায়ক যদিও গ্রামবাসীদের জানান,কাজ হবে। আগামী কয়েক দিন ধরেই  জনসংযোগ বাড়াতে উদ্যোগ নেবেন বিধায়ক। ২৯২৬ সালে এই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই সবরকম ড্যামেজ কন্ট্রোল করতে মরিয়া তৃণমূল কংগ্রেসে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন