SSC Scam: কলকাতা হাইকোর্টের রায়ে তিনিই ছিলেন রাজ্যের প্রথম 'অযোগ্য' শিক্ষিকা, চাকরিহারাদের পাশে পরেশ কন্যা

Published : Apr 14, 2025, 04:21 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

SSC Scam News: এবার যোগ্যদের জন্য মিছিলে পা বাড়ালেন প্রথম অযোগ্য শিক্ষিকা তথা প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তিনি। তবে আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে তাঁর। অঙ্কিতাই ছিলেন প্রথম অযোগ্য।   

SSC Scam News: এবার যোগ্যদের জন্য মিছিলে পা বাড়ালেন প্রথম অযোগ্য শিক্ষিকা তথা প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন তিনি। তবে আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে তাঁর। অঙ্কিতাই ছিলেন প্রথম অযোগ্য, আদালতের নির্দেশে যাঁর চাকরি গিয়েছিল। সেই অঙ্কিতাকেই এবার দেখা গেল তৃণমূলের ডাকা চাকরিহারাদের মিছিলে।

কেন তাকে মিছিলে দেখা গেল তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। তবে কি তিনি নিজেকে যোগ্য প্রমাণ করতে চাইছেন? যদি যোগ্যই হতেন তাহলে কেন চাকরি গেল তাঁর? যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরেশ কন্যা অঙ্কিতা অধিকারীর।

সূত্রের খবর, তৃণমূলের পক্ষ থেকে যোগ্য শিক্ষকদের চাকরিতে ফেরানোর দাবিতে শনিবার সন্ধ্যায় হলদিবাড়িতে মিছিল হয়। জানা গিয়েছে, সেখানে কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি শহরে তৃণমূলের দলীয় কার্যালয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। এরপর সেখান থেকে একটি ধিক্কার মিছিল শুরু হয় এবং সেই মিছিলের একদম সামনে ব্যানার হাতে নিয়ে হাঁটতে দেখা যায় রাজ্যে প্রথম অযোগ্য হিসেবে চাকরি হারানো অঙ্কিতা অধিকারীকে।

এ বিষয়ে যুব তৃণমূল জেলা সভাপতি কমলেশ অধিকারী বলেন, "জেলা পরিষদ ভিত্তিক কর্মসূচি ছিল। যোগ্যদের চাকরি থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত বিজেপি সিপিএম মিলে করছে তার প্রতিবাদেই আমরা পথে নেমেছি।" ২০১৮ সালে পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পরে, ওই বছরই ২৪ নভেম্বর অঙ্কিতা স্কুলে শিক্ষকতার সুযোগ পান। এর প্রায় ৪১ মাস অর্থাৎ তিন বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন তিনি। এরপরই অভিযোগ তিনি কম নাম্বার পেয়েও চাকরি করছেন, আর তারপরই আদালতের নির্দেশে চাকরি চলে যায় তাঁর। সেই চাকরি যায় ববিতা সরকারের কাছে। কিন্তু ববিতার চাকরিও স্থায়ী হয়নি। তাঁর চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। এবার সুপ্রিম কোর্টের রায়ে ২৬ হাজার চাকরিহারাদের মধ্যে এই অনামিকাও একজন বলে জানা গিয়েছে।

অন্যদিকে আরও জানা গিয়েছে, যোগ্য়তা থাকা সত্ত্বেও চলে গিয়েছে চাকরি। হকের চাকরি ফিরে পেতে মরিয়া সদ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। এবার আরও বড় পদক্ষেপ নেওয়ার পথে যে তারা হাঁটছেন সেই ইঙ্গিত দিলেন চাকরিহারারা। এবার ওএমআর শিট, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে গণস্বাক্ষর করে আগামী ১৫ এপ্রিল সিবিআই দফতর নিজাম প্যালেসে জমা দেওয়ার কথা ঘোষণা করেছেন তাঁরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর