
Murshidabad News: ওয়াকফ ইস্যুতে উত্তপ্ত মুর্শিদাবাদ। দফায় দফায় অশান্তিতে বাড়ছে ক্ষোভের আগুন। এই মুহুর্তে ঠিক কেমন পরিস্থিতি অশান্ত মুর্শিদাবাদের? সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে মুখ খোলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামীম। তিনি জানান, বর্তমানে মুর্শিদাবাদের পরিস্থিতি স্থিতিশীল। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলার এই জেলা।
এদিন জাভেদ শামীম আরও বলেন, ''মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। যারা গুজব ছড়িয়ে এই অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে তাদের কাউকে রেয়াত করা হবে না। খুঁজে খুঁজে সবাইকে বের করে শাস্তি দেওয়া হবে। দরকার পড়লে পাতাল থেকে খুঁজে বের করে আনা হবে অপরাধীদের। সে যেই রাজনৈতিক দলের লোক হোক কিংবা কোনও সংগঠনের কাউকেই ছাড় দেওয়া হবে না।''
ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে গত ১১ এপ্রিল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, সামশেরগঞ্জ, ধুলিয়ান, জঙ্গিপুর এলাকা। উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও। মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে অশান্তির জেরে প্রাণ হারিয়েছেন ২ জন। মৃতরা সামশেরগঞ্জের বাসিন্দা। সম্পর্কে তারা বাবা-ছেলে ছিলো বলে জানিয়েছে পুলিশ। রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামীম আরও জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত ২০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত আরও দোষীদের খুঁজে বের করা হবে।
অন্যদিকে গুজব রুখতে গত কয়েক দিন ধরে এই জেলায় বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। এই বিষয়ে জাভেদ শামীম বলেন, ''গুজব ছড়ানো বন্ধ করতে, অশান্তি থামাতে কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ, অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব-অপপ্রচার চালাচ্ছিল। সেই সব বন্ধ করতেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।''
উল্লেখ্য, ওয়াকফ বিরোধিতায় উত্তাল মুর্শিদাবাদ জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারপরেও ঠেকানো যায়নি ঝামেলা। ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে এখনও অব্যাহত উত্তেজনা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।