'কমপক্ষে একটা ছেলে তো শপথ নিয়েছে', চা-চক্রে কৌস্তভ বাগচীর প্রশংসা দিলীপ ঘোষের মুখে

রবিবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর শহরে প্রাতভ্রমণে বেরিয়ে বোগদা এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে চা-চক্রে বসেন।

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। শনিবার দিনভর কৌস্তভ বাগচীর গ্রেফতারি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। সারাদিনধরে পক্ষে বিপক্ষে উঠে এসেছে নানা মত। শনিবার দুপুর থেকে পুলিশি টানাপোড়েন এবং শেষে শর্ত সাপেক্ষে জামিন। গোটা ঘটনার বিরোধিতায় সরব হয়েছেন একাধিক রাজনীতিক। অন্যদিকে জামিন পেয়েই মমতাকে উচ্ছ্বেদ করার শপথ নিলেন কৌস্তভ বাগচী। রবিবার চক্রে কৌস্তব বাগচীর প্রশংসা শোনা গেল দিলীপ ঘোষের মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে কংগ্রেস নেতার শপথ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য,'কংগ্রেসের কমপক্ষে একটা ছেলে তো শপথ নিয়েছে।'

রবিবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর শহরে প্রাতভ্রমণে বেরিয়ে বোগদা এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে চা-চক্রে বসেন। কৌস্তভ বাগচীর মাথা ন্যাড়া করে শপথ নেওয়ার ঘটনাকে সমর্থন করেন দিলীপ ঘোষ। এদিন চা-চক্রে দিলীপ বললেন,'একটা ছেলে তো কংগ্রেসের কমপক্ষে শপথ নিয়েছে। তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য। বাকি কংগ্রেস পার্টির তো সেরকম কিছু দেখাই যায় না। বরং দরকার হলে বিধানসভায় তারা উলটে মমতার পাশে দাঁড়ান। কমপক্ষে যুব সমাজের মধ্যে একটা জেদ এসেছে বাংলাকে বাঁচানোর জন্য হটাবার এদের দরকার আছে।'

Latest Videos

গতকাল

আদালত থেকে বেরিয়েই মস্তক মুণ্ডন করলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। জামিনে মুক্তি পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার শপথ নিলেন কৌস্তভ বাগচী। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ব্যাঙ্কশাল আদালতে কৌস্তভ বাগচীর জামিন মঞ্জুর হয়। আদালত থেকে বেড়িয়েই আইনজীবীর হুঙ্কার,'মমতার রাতের ঘুম কেড়ে নেব।' যেমন বলা তেমনি কাজ। আদালত থেকে বেরিয়েই মস্তক মুণ্ডন করলেন তিনি। মমতার সরকারকে উৎখাত না করা পর্যন্ত মাথায় চুল রাখবেন না বলে শপথ নিলেন কৌস্তুভ বাগচী। তাঁর কথায়,'যত দিন না মমতা সরকারকে উৎখাত করছি, ততদিন মাথার চুল রাখব না।' পাশাপাশি তিনি এও জানান যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে ক্ষমা চান, তবে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন।

প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী। আইনজীবীর গ্রেফতারির বিরোধিতায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এই মর্মে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টও করেন তিনি। কিন্তু এর মধ্যে কংগ্রেস নেতৃত্বকে খোঁচা দিয়ে তিনি লেখেন,' আজ যা হলো তা কংগ্রেসের তৃণমূলের প্রতি "ধরি মাছ না ছুঁই পানি" সম্পর্কের জন্য।' এই প্রসঙ্গে উদাহরণ স্বরূপ বেশ কিছু ঘটনার কথা তুলে ধরেছেন তিনি। এদিন ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারী লেখেন,'কলকাতা হাইকোর্টের সুপরিচিত আইনজীবী ভাতৃপ্রতিম কৌস্তভ বাগচীর বাড়িতে মাঝরাতে মমতা পুলিশের হানা দেওয়া ও বেআইনি গ্রেফতারির তীব্র নিন্দা জানাই।কৌস্তভ অবশ্যই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এক প্রতিবাদী কণ্ঠ, তার গ্রেফতারি হল পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠকে দমন করার এক অপচেষ্টা।' পাশাপাশি তিনি আরও বলেন,'যদি কাউকে ব্যক্তিগত আক্রমণ করা গ্রেফতারির কারণ হয় তবে আগে মাননীয়া মুখ্যমন্ত্রী কে অবিলম্বে গ্রেফতার করা উচিত দেশের সম্মানীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বারংবার তুই তোকারি করে ব্যক্তিগত কুরুচিকর শব্দবন্ধ প্রয়োগ করার জন্য।'

আরও পড়ুন - 

'মমতার রাতের ঘুম কেড়ে নেব', জেল থেকে বেড়িয়েই হুঙ্কার কৌস্তব বাগচীর

কংগ্রেসের তৃণমূলের প্রতি 'ধরি মাছ না ছুঁই পানি' সম্পর্কের জন্য জন্যই আজকের ঘটনা, কৌস্তুভ বাগচীর গ্রেফতারি প্রসঙ্গে কংগ্রেসকে খোঁচা শুভেন্দুর

অবশেষে জামিন মঞ্জুর, হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলে কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচী

Share this article
click me!

Latest Videos

লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik