ব্রেকিং নিউজ! পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট! জামিন পেলেন অনুব্রত মণ্ডল

Published : Sep 20, 2024, 05:29 PM ISTUpdated : Sep 20, 2024, 05:34 PM IST
Shocking story of  Anubrata and Sukanya Mandal

সংক্ষিপ্ত

দুর্গাপুজোর আগেই গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তাঁকে ১০ লক্ষ টাকার বন্ডে জামিন দিয়েছে। দু'বছর তিহার জেলে কাটানোর পর মুক্তি পেতে চলেছেন অনুব্রত।

এই বছর দুর্গাপুজোর আগেই অকাল বোধন বীরভূমে। অবশেষে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বণ্ডে জামিন পেয়েছেন তিনি। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হল। ফলে তিহাড় জেল থেকে এ বার তিনি মুক্তি পেতে চলেছেন।

দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন তিনি। দু’বছর আগে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল সিবিআই। জেলা তৃণমূলের সভাপতি পদে ছিলেন তিনি। গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি দল। বরং অনুব্রতের ফেরার আশায় দিন গুনছিলেন তাঁর অনুগামীরা।

প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে। পরে তৃণমূল নেতাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে সেখানেই বন্দী। এই একই মামলায় নভেম্বরে কেষ্টকে গ্রেফতার করে ইডি।

গরু পাচারে আর্থিক তছরুপের অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল ইডি। এর পর পরই অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই মামলায় জামিন পেলেও ঝুলে ছিল ইডির মামলা। এবার সেখান থেকেও জামিন পেলেন অনুব্রত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর