DA News Verdict: ২৫% ছাড়াও রয়েছে বকেয়া বেতন ও ভাতা! জানেন রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে মোট কত টাকা ঢুকবে?

Published : May 21, 2025, 08:52 PM IST

সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ। ভাস্বর ঘোষ দাবি করেন, শুধু ২৫ শতাংশ নয়, সুদ-সহ সম্পূর্ণ বকেয়া ডিএ পাওয়ার অধিকার রয়েছে কর্মীদের।

PREV
110

এই ডিএ মামলার রায় ঘোষণার পর থেকেই চলছে জটিলতা। এবার এই ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করবেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্বর ঘোষ।

210

আদালতে প্রথমে ৫০ শতাংশ ডিএ (DA) দেওয়ার কথা বলা হয়। দীর্ঘ লড়াইয়ের পর বকেয়া মহার্ঘভাতা (DA) মামলায় রাজ্য সরকারি কর্মীদের পক্ষে রায় দিল সুপ্রিম কোর্ট।

410

ভাস্বর ঘোষ দাবি করেছেন শুধু ২৫ শতাংশ ডিএ নয়। সঙ্গে দিতে হবে সুদ। কেন্দ্রের সমান DA পাবেন রাজ্য় সরকারি কর্মীরা।

510

ভাস্বর ঘোষ বলেন, রাজ্য সরকারের এই বর্ধিত মহার্ঘ ভাতা শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীরাই উপভোগ করবে তা কিন্তু নয়, বরং পৌরসভা, পঞ্চায়েত, সরকার পোষিত বিদ্যালয় এবং অন্যান্য সমস্ত সরকারি উদ্যোগের কর্মীরাও আইনত মহার্ঘ ভাতার অধিকারী।

610

তিনি বলে, সরকার প্রথমে তাঁদের এই ডিএ-র লড়াইয়ের ভাঙন ধরাতে চেয়েছিলেন। তিনি আরও বলেন, বকেয়া ডিএ-র প্রতিটি পয়সা ১০০ শতাংশ সুদ সহ আদায় করা হবে।

710

তিনি দৃঢ়তার সঙ্গে জানান, এই ধরনের কোনও পদক্ষেপ সংগ্রামী যৌথ মঞ্চ হতে দেবে না এবং ঐক্যবদ্ধভাবে তারা মোকাবিলা করে সকলেক জন্য সম্পূর্ণ টাকা আদায় করবে।

810

উদাহরণস্বরূপ তিনি জানান যে কর্মরতদের একাংশকে ডিএ দিয়ে বাকিদের বা অসরপ্রাপ্তদের না দেওয়ার প্রবণতা তৈরি করা হয়েছিল।

910

ফলে শীঘ্রই রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি টাকা। তারা কেন্দ্রের সমান ডিএ পাবেন বলে আন্দাজ করা হচ্ছে।

1010

ফলে কবে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা সেই দিকে তাকিয়ে রয়েছে কর্মীরা।

Read more Photos on
click me!

Recommended Stories