Lakshmi Bhandar: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই প্রকল্প মহিলাদের সম্মান এবং সারা জীবন চলবে।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সমাজ কল্যান মূলক প্রকল্প চালু করেছেন। এই তালিকায় আছে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো নানান ভাতা।
212
এই সকল ভাতার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য মমতা সরকার চালু করেছে এই ভাতা।
312
প্রতি মাসে রাজ্যের মহিলারা ১০০০ থেকে ১২০০ টাকা মতো অনুদান পেয়ে থাকেন এই প্রকল্পের দৌলতে।
২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার। সাধারণ জাতির মহিলারা মাসে ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন।
512
এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক উক্তি করলেন মুখ্যমন্ত্রী। জানালেন ঠিক কবে বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
612
সদ্য উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে এক সভায় তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছিলাম। সারা জীবন পর্যন্ত চলবে। এই প্রকল্প মহিলাদের সম্মান।
712
তিনি বলেন, অনেকে অনেক কথা বলে। এত দেব, অত দেব। দাওনি কেন এতদিন? বাঘে খেলেও তো দেখতে আসো না। আর বড় বড় ভাষণ।
812
তিনি বলেন, কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল, দেয়নি।
912
তিনি বলেন, মুম্বইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এর ভোটের আগে একরকম বলে। ভোটের পরে ভুলে যায়। আমরা করি না। আমরা যা বলি, আমরা সেটা করি।
1012
তিনি বলেন, আমরা চারটে কথা বলেছিলাম। জিতলে খাদ্যসাথী করব, করে দিয়েছি। দুয়ারে রেশনও চালু করেছি। আমরা যেটা বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি।
1112
তিনি আরও বলেন, অনেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করেন। কিন্তু, এমন বহু দুঃস্থ পরিবার রয়েছে, যেখানে মাস গেলে এই ১ হাজার টাকা বা ১২০০ টাকাই অনেক কিছু।
1212
শুধু তাই নয়, বহু মহিলার কাছে এই টাকা তাঁর একেবারে নিজের। এভাবে যখন যেটা বলেছি, করে দেখিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনও সরে যাই না।