Abhijit Ganguly: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতার একটি বেসরকারি হাসাপাতালে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক পরীক্ষা হয়েছে। রাখা হয়েছে পর্যবেক্ষণে।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার জন্য ক্রিটিকাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, পালমোনোলজিস্ট বা ফুসফুস এবং শ্বাসযন্ত্র রোগের বিশেষজ্ঞ, হৃদ্রোগ বিশেষজ্ঞ এবং জিআই সার্জনদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। সর্বক্ষণের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
710
পরিপাকতন্ত্রের সংক্রমণ
চিকিৎসকদের অনুমান্ প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে। পাশাপাশি গ্যাস্ট্রোএন্টেরাইটিসেরও সংক্রমণে রয়েছে।
810
শারীরিক পরীক্ষা
হাসপাতাল সূত্রের খবর, শনিবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অভিজিতের বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্ট দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।
910
কলকাতা হাইকোর্টের বিচারপতি
কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর রায় রীতিমত দৃষ্টান্ত। রাজ্যের একাংশের মানুষের কাছে যথেষ্ট জনপ্রিয় ছিলেন বিচারপতি হিসেবে।
1010
রাজনীতিতে পা
গতবছর লোকসভা নির্বাচনের আগেই বিচারপতির পদ থেকে পদত্যাগ করে সংসদীয় রাজনীতিতে যোগ দেন। বিজেপি তমলুকের প্রার্থী করেছিল। তৃণমূলের দেবাংশু, সিপিএম-এর সায়নকে হারিয়ে সংসদে গিয়েছেন অভিজিৎ।