ঐক্যশ্রী স্কলারশিপের আওতায় কত টাকা পাওয়া যাবে তা শিক্ষার স্তর অনুযায়ী নির্ধারিত হয়। স্কলারশিপের পরিমাণ এক নজরে – ক্লাস ১ থেকে ৫ বছরে ১,১০০, ক্লাস ৬ থেকে ১০ বছরে ৫,৫০০, ক্লাস ১১ ও ১২ বছরে ১০,২০০, স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া বছরে ৬,৪০০, গবেষণার শিক্ষার্থী (PhD) বছরে ৯,৩০০, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ও প্রফেশনাল কোর্সের জন্য বছরে ২৭,৫০০ পর্যন্ত।