- Home
- West Bengal
- West Bengal News
- দুর্গাপুর ধর্ষণকাণ্ডের ৫ অভিযুক্তকে চিনে নিন, কেউ নিরাপত্তারক্ষী-কেউ আবার দিনমজুর
দুর্গাপুর ধর্ষণকাণ্ডের ৫ অভিযুক্তকে চিনে নিন, কেউ নিরাপত্তারক্ষী-কেউ আবার দিনমজুর
Durgapur rape case: দুর্গাপুর মেডিক্যাল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা তরুণীর পাশাপাশি অভিযুক্তদেরও বয়ান নিয়েছে। ঘটনার পুরর্নির্মাণ করেছে পুলিশ।

দুর্গাপুর ধর্ষণকাণ্ড
দুর্গাপুর মেডিক্যাল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতা তরুণীর পাশাপাশি অভিযুক্তদেরও বয়ান নিয়েছে। ঘটনার পুরর্নির্মাণ করেছে পুলিশ। গণধর্ষণের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রইল তাদের পরিচয়। ধৃতরা হল- শেখ রেয়াজউদ্দিন, অপু বাউড়ি, ফিরদৌস শেখ, নাসিরউদ্দিন, সফিক শেখ।
রেয়াজউদ্দিন
বয়স ৩১ বছর। বাড়ি আইকিউ মেডিক্যাল কলেজ হাসপতালের পাশেই দুর্গাপুর বি জোনের বিজড়া ডাঙাপাড়ায়। বছর কয়েক আগে এই হাসপাতালেরই নিরাপতত্তারক্ষীর কাজ করত রেয়াজউদ্দিন। পরিবারের সদস্যরা জানিয়েছে, সে নিজের ইচ্ছেয় কাজ ছেড়ে দিয়েছিল। এখন ঘুরে বেড়ায়।
ফিরদৌস শেখ
বছর ২৩। দুর্গাপুর মিশন হাসপাতালের কর্মী ছিল। জেনারেল ডিউটি অ্যাটেনডেন্টের কাজ ছিল। ঘটনার দিন মর্নিং শিফটে কাজ করেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়েছিল। অস্থায়ী কর্মী ছিল।
অপু বাউড়ি
বয়স ২১ বছর। বাড়ি বিজড়়া ভাঙাপাড়ায়। পরিবারের দাবি অপু দিনমজরুরের কাজ করে। স্ত্রীর দাবি স্বামী রাতে বাড়িতেই ছিল। একই সঙ্গে ঘুমিয়েছিল। স্বামীকে ফাঁসানো হয়েছে।
শেখ নাসিরউদ্দিন
২৩ বছরের এই অভিযুক্ত দুর্গাপুর পুরসভার অস্থায়ী কর্মী। প্রতিবেশীরা জানিয়েছেন, ধৃতের বাবা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী।
সফিক শেখ
বছর ৩০। তার পরিচয় বিষদে জানা যায়নি। সোমবার সফিককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

