Mamata Banerjee At Mirik: প্রাকৃতিক দুর্যোগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মিরিক। দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যান মিরিকে। কথা বলেন দুর্গতদের সঙ্গে।
পাহাড়ি বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এই নিয়ে ৭ দিনের মধ্যে দ্বিতীয়বার উত্তরবঙ্গ সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তিনি দুর্যোগে বিপস্তদের পাশে দাঁড়ান। তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
25
মমতা গেলেন মিরিকে
আজ, মঙ্গলবার মমতা বন্দ্যোাধ্যায় গেলেন প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত মিরিকে। সেখানে দুর্গতদের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক। সেখানে রাস্তা থেকে সেতু ভেসে গেছে জলের তোড়ে। নষ্ট হয়েছে প্রচুর মানুষের বাড়িঘর।
35
মিরিকে মমতা
এদিন দুপুরেই মিরিকে পৌঁছে যান মমতা। সেখানে দুর্গতদের সঙ্গে কথা বলে , একদম দিদির মতই তাদের পাশে থাকার আশ্বাস দেন মমতা। ত্রাণ তুলে দেন দুর্গতদের হাতে।
মিরিকের রাস্তায় হাঁটালেন মমতা। তিনি গোটা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। আগেই মিরিক-সহ বিপর্যস্ত পাহাড়ে ভেঙে যাওয়া রাস্তা ও সেতু নির্মাণের নির্দেশ দিয়েছিলেন মমতা। দ্রুত নির্মাণ কাজ সারতেও নির্দেশ দিয়েছিলেন তিনি।
55
ত্রাণ শিবিরে মমতা
এদিন ত্রাণ শিবিরে গিয়ে সব হারানো মানুষদের সঙ্গে কথা বলেন মমতা। তাদের হাতে ত্রাণ তুলে দেন। পড়ুয়াদের দেন খাতা পেনসিল। আর ছোটদের খেলনা দেন। স্বজন হারা পরিবারগুলির হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। একই সঙ্গে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন মমতা।