Bank Holidays: আজ থেকে টানা এক সপ্তাহ কি বন্ধ থাকাবে ব্যাঙ্ক? প্রকাশ্যে এল ছুটির তালিকা

Published : Sep 29, 2025, 09:43 AM IST

দুর্গাপুজো ২০২৫ উপলক্ষে চলতি সপ্তাহে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে সপ্তমী, অষ্টমী, নবমী এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে ছুটি। তবে, গ্রাহকদের সুবিধার জন্য নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএম-এর মতো ডিজিটাল পরিষেবাগুলি চালু থাকবে।

PREV
15

চারিদিকে এখন উৎসবের আমেজ। আজ পালিত হচ্ছে মহা সপ্তমী। দীর্ঘ এক বছরের অপেক্ষার পর দেবী এলে মর্ত্যে। এই সময় চারিদিকে চলছে ছুটির আমেজ। পুজোর এই কটা দিন বাংলায় বন্ধ থাকে সমস্ত স্কুল, কলেজ। তেমনই বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে, কি চলতি সপ্তাহে সব দিনই বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক?

25

মহা সপ্তমী দিয়ে শুরু হচ্ছে চলতি সপ্তাহ। সপ্তমীতে আছে ব্যাঙ্কে ছুটি। তেমনই অষ্টমী থেকে দশমী পর্যন্ত এই রাজ্যে বন্ধ থকাবে ব্যাঙ্ক। তারপরও এই সপ্তাহেই আছে একাধিক উৎসব। তবে কি গোটা সপ্তাহ জুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

35

২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)- মহাসপ্তমী। এই দিন পশ্চিমবঙ্গ ছাড়াও আগরতলা, গুয়াহাটি, জয়পুরে ছুটি থাকবে।

৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার)- মহাঅষ্টমীর ছুটি। এই দিন পশ্চিমবঙ্গ, আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, পটনা, রাঁচি-তে থাকে ছুটি।

45

১ অক্টোবর ২০২৫ (বুধবার)- নবমী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)- গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩ অক্টোবর ২০২৫ (শুক্রবার)- দাসাইন বা দুর্গাপুজো উপলক্ষ্যে গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলো।

৪ অক্টোবর ২০২৫ (শনিবার)- শুক্রবারের মতো শনিবারও দাসাইন বা দুর্গাপুজো উপলক্ষ্যে গ্যাংটকে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলো।

55

তবে, ব্যাঙ্ক ছুটির দিনে গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই, এটিএমের মাধ্যমে পরিষেবা পেতে পারবেন। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো লেনদেনের জন্য চালু থাকবে, তবুও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন দ্বারা নিয়ন্ত্রিত চেক ক্লিয়ারিং ও অন্যান্য ফিজিক্যাল ব্যাঙ্কিং কাজ এই দিনগুলোতে প্রসেস করা হবে না। অন্যান্য রাজ্য সহ এই বাংলাতেও পুজোর সময় বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা।

Read more Photos on
click me!

Recommended Stories