- Home
- West Bengal
- West Bengal News
- Bank Holidays: পুজোর সময় কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক? প্রকাশ্যে এল ছুটির তালিকা, দেখে নিন এক ক্লিকে
Bank Holidays: পুজোর সময় কবে কবে খোলা থাকবে ব্যাঙ্ক? প্রকাশ্যে এল ছুটির তালিকা, দেখে নিন এক ক্লিকে
দুর্গাপুজো ২০২৫ উপলক্ষে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনটিতে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

আর দুদিন পর দুর্গাপুজো। সারা বছর এই কদিনের জন্য অপেক্ষায় থাকেন সকল বাঙালি। এই সময় সমস্ত স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরে থাকে ছুটি। বেসরকারি অফিসে টানা ছুটি না থাকলেও অন্তত দুদিন ছুটি পান বেসরকারি কর্মীরা। এবার প্রকাশ্যে এল ব্যাঙ্কের ছুটির তালিকা।
চলতে সপ্তাহের শেষেই মা দুর্গা আসছেন মর্ত্যে। যদিও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজো পরিক্রমা। কারণ মহালয়া থেকে অনেক জায়গায় পুজো উদ্বোধন হয়ে থাকে। এবার পুজো শুরুর আগে জেনে নিন কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই বুঝে সেরে নিন সকল জরুরি কাজ কর্ম।
২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার)- পঞ্চমী।
২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার)- ষষ্ঠী।
২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)- মহাসপ্তমী। এই দিন পশ্চিমবঙ্গ ছাড়াও আগরতলা, গুয়াহাটি, জয়পুরে ছুটি থাকবে।
৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার)- মহাঅষ্টমীর ছুটি। এই দিন পশ্চিমবঙ্গ, আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, পটনা, রাঁচি-তে থাকে ছুটি।
১ অক্টোবর ২০২৫ (বুধবার)- নবমী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)- গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ব্যাঙ্ক ছুটির দিনে গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই, এটিএমের মাধ্যমে পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো লেনদেনের জন্য চালু থাকবে, তবুও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন দ্বারা নিয়ন্ত্রিত চেক ক্লিয়ারিং ও অন্যান্য ফিজিক্যাল ব্যাঙ্কিং কাজ এই দিনগুলোতে প্রসেস করা হবে না।

