DA App: মহার্ঘ ভাতা দিতে নবান্নর নতুন অ্যাপ, ডিএ অ্যাপেই সরকারি কর্মীরা জানতে পারবে টাকার অঙ্ক

Published : Jun 08, 2025, 03:07 PM ISTUpdated : Jun 08, 2025, 04:54 PM IST

DA App West Bengal:সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কর্মীদের ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে একটি অ্যাপ আনছে রাজ্য সরকার।

PREV
111
রাজ্য সরকারি কর্মীদের ডিএ

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের কর্মীদের ডিএ বা বকেয়া মহার্ঘ ভাতা দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

211
কর্মী সংখ্যা তলব

ইতিমধ্যেই নবান্ন থেকে অর্থ দফতর কোন দফতরে কত সংখ্যক কর্মী ডিএ বা মহার্ঘ ভাতা পাবে - জানতে চেয়েছে। সমস্ত দফতরে এই মর্মে পৌঁছে গেছে নির্দেশ।

311
বকেয়া ২৫% ডিএ

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টও রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু রাজ্য সরকার বলেছিল সব টাকা একসঙ্গে মেটাতে পারবে না। তাই সুপ্রিম কোর্ট বকেয়া ২৫% ডিএ দিতে নির্দেশ দিয়েছিল।

411
সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর

সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিতে এবার রীতিমত তৎপর। নিয়েছে একাধিক ব্যবস্থা।

511
অ্যাপ আনছে রাজ্য

এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে একটি অ্যাপ আনছে রাজ্য সরকার। সেই অ্যাপের মাধ্যমে রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের ডিএর পরিমাণ ধার্য করবে।

611
অ্যাপটির কাজ

নবান্ন সূত্রের খবর, অ্যাপের মাধ্যমে প্রতিটি কর্মচারীর চাকরির সময়কাল, পদ এবং বেতন কাঠামো অনুযায়ী তাঁদের মোট বকেয়া ডিএ-র পরিমাণ নিখুঁতভাবে গণনা করা হবে।

711
স্বচ্ছতা

অ্য়াপের মাধ্য়মে হিসেব হওয়া পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ থাকবে।

811
দ্রুত গণনা

প্রযুক্তির ব্যবহার করে খুব কম সময়ে লক্ষ লক্ষ কর্মচারীর সংখ্যা দ্রুত হিসেব করা যাবে।

911
নির্ভুলতা

প্রতিটি তথ্য ডিজিটালভাবে যাচই করা হবে। তাই ভুলের সম্ভাবনা খুব কম থাকবে। দ্রুত হিসেব করার। আগামী কয়েক দিনের মধ্যেই হিসেব নিকেশ করতেই এই অ্য়াপটি সাহায্য করবে।

1011
টাকা দেওয়ার সময়

সুপ্রিম কোর্টের নির্দেশ হল মাত্র ৬ সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। আর ৬ সপ্তাহ শেষ হবে আগামী ২৭ জুন। তাই রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা আগামী ২৭ জুনের মধ্যেই ডিএ হাতে পাবেন।

1111
ডিএর টাকা

রাজ্য সরকরি কর্মীদের হিসেবে অনুযায়ী বকেয়া ২৫ শতাংশ করে যদি ডিএ সরকার দেয় তাহলে একেকজন সরকারি কর্মী ৫০ হাজার টাকার বেশি ডিএ পাবেন। সরকারি আধিকারিকদের টাকা ১ লক্ষ টাকার বেশি হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories