Published : Jun 08, 2025, 09:45 AM ISTUpdated : Jun 08, 2025, 10:08 AM IST
পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান বিভাগে পড়ুয়া মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ‘স্কলারশিপ চালু হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারা যাতে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে বার্ষিক ₹৪৮,০০০ পর্যন্ত অনুদান এবং বিশেষ পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হবে।
রাজ্যের মেধা পড়ুয়াদের আর্থিকভাবে সহায়তার জন্য হাত বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ মমতা সরকার।
514
পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দফতরের তত্ত্বাধানে পরিচালিত হচ্ছে এই স্কলারশিপটি
614
জুনিয়র ও সিনিয়র, দুই ভাগে ভাগ করে পড়ুয়াদের এই অনুদান প্রদান করবে মমতা সরকার।
714
জুনিয়র ও সিনিয়র বিভাগে পার্থক্য কী? জুনিয়র বিভাগ একাদশ শ্রেণির জন্য আর সিনিয়র বিভাগ স্নাতক স্তরের বিজ্ঞান/ইঞ্জিনিয়ারিং/মেডিক্যাল পড়ুয়াদের জন্য।
814
সিনিয়র বিভাগ:
উচ্চমাধ্যমিকে ভালো নম্বর পেয়ে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অথবা মেডিক্যালে স্নাতক স্তরে ভর্তির যোগ্যতা থাকতে হবে। প্রতি মাসে ₹৪,০০০ ও বার্ষিক ₹৫,০০০ বই কেনার অনুদান।
914
জুনিয়র বিভাগ:
মাধ্যমিকে কমপক্ষে ৭৫% নম্বর পাওয়া দরকার। মাসে ₹১,২৫০ এবং বার্ষিক ₹২,৫০০ বই কেনার অনুদান। বর্তমানে একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়া বাধ্যতামূলক।
1014
আবেদনের সময়সীমা ও পরীক্ষার দিন
আবেদন শুরু: ১ জুন, ২০২৫, শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৫, পরীক্ষার তারিখ: ২৪ আগস্ট, ২০২৫। পরীক্ষা কেন্দ্র: রাজ্যের ৩৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
1114
এই স্কলারশিপে কারা আবেদন করতে পারে?
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভালো ফল করেছে এবং সংশ্লিষ্ট শ্রেণিতে ভর্তি হয়েছে।
1214
বিশেষ পুরস্কার: ল্যাপটপ
স্কলারশিপের লিখিত পরীক্ষায় সেরা ১০ জন ছেলে ও ১০ জন মেয়েকে পুরস্কারস্বরূপ দেওয়া হবে একটি করে ল্যাপটপ। এটি পড়ুয়াদের পড়াশোনার কাজে সহায়ক হবে বলেই আশা করছে দফতর।
1314
প্রতি মাসে নির্দিষ্ট হারে অনুদান এবং বার্ষিক বই কেনার জন্য আলাদা অর্থ দেওয়া হবে। লিখিত পরীক্ষায় শীর্ষ ১০ জন ছেলে ও মেয়ে নির্বাচিত হলে তারা এই পুরস্কার পাবেন।
1414
সরকারি পোর্টালে নির্দিষ্ট ফর্ম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিতে জানানো হবে। ির্দিষ্ট মানদণ্ড পূরণ করলে অনেক শিক্ষার্থীই পেতে পারে এই সুযোগ।