পুজো শেষ হতেই ফের ভিজবে বঙ্গ! আর কতদিন বৃষ্টিতে নাজেহাল হবে রাজ্য? জেনে নিন

পুজো শেষ হতেই ফের ভিজবে বঙ্গ! আর কতদিন বৃষ্টিতে নাজেহাল হবে রাজ্য? জেনে নিন

Anulekha Kar | Published : Oct 12, 2024 1:00 PM
17

মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বঙ্গের বিভিন্ন জেলায়। হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

27

পুজোর দিনগুলোয় খুব একটা বৃষ্টির সমস্যায় ভুগতে হয়নি। বরং আবহাওয়া মোটামুটি ঠিকই ছিল এই চারদিন। কিন্তু পুজো কাটতেই ফের বৃষ্টি।

37

অন্যদিকে এরপর শুরু হতে চলেছে শুষ্ক আবহাওয়া। বৃষ্টি বিদায় নিতে চলেছে রাজ্য থেকে। শুক্রবার থেকে একেবারেই শুকনো হয়ে যাবে আকাশ।

47

তবে শুক্রবার পর্যন্ত জলীয়বাস্প বেশি থাকে অস্বস্তিকর থাকবে বঙ্গের আবহাওয়া। সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের পর থেকে দেখা যাবে মেঘলা আকাশ।

57

মঙ্গলবার থেকে হালকা বৃষ্টিতে ভিজবে বঙ্গ। পাশাপাশি গরমও থাকবে। তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।

67

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আজও বিকেলের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে।

77

তবে আগামী শুক্রবারের পর থেকে একেবারেই শুকনো হয়ে যাবে আবহাওয়া। এবার বৃষ্টি বিদায় নিতে পারে বঙ্গ থেকে বলেই অনুমান আবহাওয়া দফতরের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos