বৃহস্পতিবার শারীরিক পরিস্থিতির অত্যন্ত অবনতি হয়েছিল আন্দোলনকারী অনিকেত মাহাতোর। সন্ধের পর থেকে পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক হয়ে পড়ে।
বর্তমানে সিসিইউতে চিকিৎসারত এই আন্দোলনকারী চিকিৎসক। এখনও পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
জানা যায়, শরীরে ঠিক মতো অক্সিজেন প্রবেশ করছিল না এই জুনিয়র চিকিৎসকের। এমনকী ঠিকমতো কাজ করছিল না লিভারও।
ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য ৫ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ছিল রক্তচাপজনিত সমস্যাও।
এরপর শুক্রবার মধ্য রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তড়ঘড়ি ডাকা হয় অ্যাম্বুলেন্স। নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে।
মারাত্মক রকম ডিহাট্রেডেট হয়ে গিয়েছিল শরীর। দেহে ফ্লুইডের পরিমাণ ক্রমশ কমে গিয়েছিল বলে জানা গিয়েছে। এখনও ২ থেকে ৩ দিন পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।
অনিকেতের চিকিৎসক সৈকত নিয়োগী জানিয়েছেন, শরীরে গ্লুকোজ এবং গ্লাইকোজেন শেষ হয়ে যাওয়ার কারণে কিটোন মিলেছে অর্থাৎ অনিকেতের লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
অনিকেত ছাড়াও অসুস্থ হয়ে পড়েছেন আরও বেশ কয়েকজন আন্দোলনকারী। গত শনিবার রাত সাড়ে ৮টা থেকে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা।