BJP News: বাগদায় বিজেপির বিক্ষোভ, প্রার্থী পছন্দ না হওয়ায় ইস্তফা বিজেপি নেতার

Published : Jun 18, 2024, 06:23 PM IST
bjp flag

সংক্ষিপ্ত

সোমবারই বিজেপি উপ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যদিও তার আগে থেকেই বাগদা কেন্দ্রের জন্য বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল। 

লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির। তারপর থেকেই রাজ্যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর তা চরমে পৌঁছেছে উত্তর ২৪ পরগনার। এই জেলায় থেকেই জিতে কেন্দ্রের মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর। এবার তাঁর লোকসভা কেন্দ্রেই বিজেপির গোষ্ঠী কোন্দল তুঙ্গে। পরিস্থিতি এতটাই জটিল হয়েছে এবার পদ ছাড়তেই বাধ্য হলেন এক বিজেপি নেতা।

সোমবারই বিজেপি উপ নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। যদিও তার আগে থেকেই বাগদা কেন্দ্রের জন্য বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছিল। বিজেপি সূত্রের খবর প্রথমে সেখানে প্রার্থী করার কথা হয়েছিল শান্তনু ঠাকুরের স্ত্রী সোমাকে। কিন্তু স্থানীয় বিজেপি নেতা কর্মীরা তাতে প্রবল আপত্তি জানান। বিক্ষোভও দেখায়। কিন্তু তারপরই তা বাতিল করা হয়। প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বিনয় কুমার বিশ্বাসকে। তারপরই তা নিয়েও সমস্যা প্রকাশ্যে আসে। বিজেপি স্থানীয় নেতা কর্মীদের দাবি ভূমিপুত্রকেই প্রার্থী হিসেবে চান। প্রার্থী নিয়ে বিবাদ একটাই প্রকট যে মঙ্গলবার বিজেপির বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস। দলের পদ ছাড়লেও তিনি কনিয়াড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ থেকে সরেননি।

সূত্রের খবর দলের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী বদলের দাবি জানান হয়েছে। পাশাপাশি নির্দল প্রার্থী দাঁড় করানোর হুমকিও দিয়েছে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। বাগদা মতুয়া সম্প্রদায়ের আঁতুডডঘর হিসেবে পরিচিত। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর। তবে বিজেপির এই গোষ্ঠী কন্দল নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য উপনির্বাচনেও বিজেপির ভরাডুবি হবে। তৃণমূলের জয় আটকানো যাবে না।

সোমবারই বিজেপি রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলায় প্রার্থী কল্যাণ চৌবে ভট্টাচার্য, বাগদায় বিনয় কুমার বিশ্বাস, রাণাঘাট দক্ষিণের প্রার্থী মনোজ কুমার বিশ্বাস আর রায়গঞ্জে প্রার্থী মানস কুমার ঘোষণা।

 

PREV
click me!

Recommended Stories

Hooghly News: ফর্ম ৭ জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা! চন্দননগরে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ
Samik Bhattacharya: রাজ্যে SIR মমতাকে তোপ শমীকের! করলেন নির্বাচন কমিশনের কাছে বিরাট দাবী