উত্তরঙ্গ থেকে তড়িঘড়ি ঘরে ফিরতে বিমানে চড়ার হিড়িক, টিকিটের দামে চক্ষু চড়কগাছ পর্যটকদের

Published : Oct 06, 2025, 07:13 PM IST

North Bengal Flight Price Hike: বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে আটকে বহু পর্যটক। সোমবার থেকে বৃষ্টি একটু ধরলে তড়িঘড়ি ঘরের ফিরতে ফ্লাইট বেছে নিচ্ছেন অনেকেই। কিন্তু টিকিটের দাম শুনলেই চোখ কপালে ওঠার জোগার। বিশদে জানুন…

PREV
15
বাড়ছে বিমান ভাড়া

বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে তড়িঘড়ি বাড়ি ফিরতে যারা বিমানে ভরসা রাখছেন তাদের জন্য রয়েছে আরও দুঃসংবাদ। বাগডোগরা থেকে কলকাতা বিমান ভাড়া বিপর্যয়ের পর থেকে বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। ফলে দ্রুত বাড়ি ফিরতে হলে গাঁটের কড়ি অনেকটাই খসাতে হচ্ছে পর্যটকদের। 

25
বাগডোগরা-কলকাতা বিমান ভাড়া

ডিজিসিএ সূত্রে খবর, উৎসবের মরশুমে বিমান ভাড়া যাতে বৃদ্ধি না পাই সেই বিষয়টা তারা নজর রাখছেন। কিন্তু তারপরও সোমবার যারা উত্তরবঙ্গ থেকে বিমানে করে কলকাতা ফিরতে চাইছেন টিকিট কাটতে গিয়ে সেই সব পর্যটকদের চোখ কপালে ওঠার জোগার। একধাক্কায় বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। 

35
কত টাকা বাড়ল ভাড়া?

সূত্রের খবর, সোমবার বিকেলে বাগডোগরা থেকে কলকাতাগামী বিমানের ভাড়া প্রায় ১৬ হাজার টাকা। দিল্লি ঘুরে যে বিমান কলকাতা আসছে, তার ভাড়া প্রায় ৪০ হাজার টাকা। ফলে যাঁরা বিমানে চেপে কলকাতা ফিরতে চাইছেন, তাঁরা বিপাকে পড়েছেন বলে জানা  গিয়েছে। 

45
বিপর্যয়ের মাঝেই ভাড়া বৃদ্ধি

এদিকে গত শনিবার থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে ব্যাহত জনজীবন। জল আর ধসে রাস্তায় উঠে এসেছে নাগরিক জীবন। সোমবারই উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই মধ্যে সোমবার বিকেল থেকে অস্বাভাবিক হারে বাড়ল উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার বিমান ভাড়া। 

55
বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়

শনিবার রাতের মাত্রা ১২ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। শুধু পাহাড় নয়, বানভাসি পরিস্থিতি হয়েছে তরাই ও ডুয়ার্সেও। স্থানীয় বাসিন্দাদের কথায় এমন বিপর্যয় আগে তাঁরা দেখেননি। এত প্রবল বৃষ্টি সাম্প্রতিককালে দেখা যায়নি বলেও জানিয়েছেন। তারা আরও বলেছেন, প্রবল বৃষ্টির কারণেই পাহাড়ে ধস নেমেছে। যার কারণে ক্ষয় ক্ষতির পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে।

Read more Photos on
click me!

Recommended Stories