গত শনিবার থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গ। প্রবল বর্ষণে ব্যাহত জনজীবন। জল আর ধসে রাস্তায় উঠে এসেছে নাগরিক জীবন। সোমবারই উত্তরবঙ্গের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
26
‘ম্যান মেড বন্যা’
একটানা বৃষ্টি আর পাহাড়ের ধসে কার্যত বিপর্যস্ত জনজীবন। পাহাড়ে ধস নামায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে দার্জিলিং, কালিম্পঙ, মিরিকের। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে পে লোডারে করে। এদিকে উত্তরবঙ্গের এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে বাগডোগরা যাওয়ার পথে তিনি বলেন, ‘’এটি সম্পূর্ণ ম্যান মেড বন্যা। ডিভিসি অতিরিক্ত জল ছাড়ার কারণে উত্তরবঙ্গে এই পরিস্থিতি তৈরি হয়েছে।''
36
ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিকে উত্তরবঙ্গের বিপর্যয়ের ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে মৃতদের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়। ডিভিসি-র পাশাপাশি এদিন উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে নিশানা করতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘’কতটা জল সামলাব? বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর। ডিভিসি ইচ্ছেমতো জল ছেড়ে চলেছে। মাইথন, ডিভিসন, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করছি লাগাতার। কলকাতার কী অবস্থা হয়েছিল সেদিন। এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্য়ান মেড বন্যায় এতগুলো প্রাণ গেল।''
56
পাহাড়ে নাগাড়ে ধস
শনিবার রাতের মাত্রা ১২ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। শুধু পাহাড় নয়, বানভাসি পরিস্থিতি হয়েছে তরাই ও ডুয়ার্সেও। স্থানীয় বাসিন্দাদের কথায় এমন বিপর্যয় আগে তাঁরা দেখেননি। এত প্রবল বৃষ্টি সাম্প্রতিককালে দেখা যায়নি বলেও জানিয়েছেন। তারা আরও বলেছেন, প্রবল বৃষ্টির কারণেই পাহাড়ে ধস নেমেছে। যার কারণে ক্ষয় ক্ষতির পরিমাণও পাল্লা দিয়ে বাড়ছে।
66
উত্তরবঙ্গে বিপর্যয়ের জেরে মৃত্যু মিছিল
শনিবার রাত থেকে পাহাড়় ও তরাই ডুয়ার্সে প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। কোথাও সেতু ভেঙে গিয়েছে। কোথাও ধসে গিয়েছে রাস্তা। কোথাও আবার জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তা-তোর্সার মত পাহাড়ি নদীগুলি। উদ্ধারকাজ শুরু হলেও আবহাওয়া খারাপ থাকায় তা বারবার ব্যাহত হচ্ছে।