অন্তঃসত্ত্বা বউমাকে সীমান্তে রেখে বেপাত্তা কাকা শ্বশুর, গ্রেফতার বাংলাদেশি বধূ

Published : Sep 15, 2025, 07:35 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Bangladeshi Arrested News: কাকা শ্বশুরের সঙ্গে সীমান্তে এসে বিপাকে বাংলাদেশি বধূ। বিএসএফের হাতে গ্রেফতার। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Bangladeshi Arrested News: সীমান্তে ফের অবৈধ অনুপ্রবেশকারী। এবার পেট্রাপোল সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি মহিলাকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম ফাইমা আক্তার। তিনি অন্তঃসত্ত্বা। তার সঙ্গে রয়েছে দু'বছর এবং চার বছরের দুটি সন্তান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পেট্রাপোল এলাকায় বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করছিল এই মহিলা। তখন তাকে জিজ্ঞাসাবাদ করে পেট্রাপোল থানার পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিলা দাবি করেন তিনি বাংলাদেশের বাসিন্দা। সাত বছর আগে ক্যানিং এর যুবকের সঙ্গে তার বিয়ে হয়। ওই যুবক তাকে বিয়ে করে ভারতে নিয়ে আসে। এতদিন তিনি ক্যানিং এ থাকতেন। দিন কয়েক আগে তার কাকা শ্বশুর তাকে বাংলাদেশের নিয়ে যাওয়ার কথা বলে পেট্রাপোল এলাকায় নিয়ে আসে। সেখানে তাকে ছেড়ে দিয়ে বেপাত্তা হয়ে যায়। তারপর থেকেই তিনি পেট্রাপোল এলাকায় ঘোরাফেরা করছিলেন। ভারতের প্রবেশের বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় পরবর্তীতে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।

 ধৃত মহিলাকে সোমবার পেট্রাপোল থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে মহিলার বক্তব্যের কতটা সত্যতা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন সংলগ্ন নদীতে ধাওয়া করে ১৯ জন বাংলাদেশিকে গ্রেফতার করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি একটি ট্রলার বাজেয়াপ্ত করেছে। ধৃতদেরকে রবিবার সুন্দরবন কোষ্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন বিএসএফ। ধৃত বাংলাদেশিদেরকে সোমবার আলিপুর আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, অন্যান্য দিনের ন্যায় ১২ সেপ্টেম্বর সুন্দরবনের গোসাবা রেঞ্জের বাগমারা জঙ্গল এলাকায় টহলদারী চালাচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনীর জওয়ানরা। সেই সময় তাঁরা দেখতে পায়, ভারতীয় জল সীমানার মধ্যে একটি ট্রলার ঘাঁটি গেড়ে রয়েছে। ট্রলারের কাছে যাওয়ার চেষ্টা করে বিএসএফ। এদিকে বিএসএফকে দেখে ট্রলারটি পালাতে থাকে। বিএসএফ দ্রুততার সঙ্গে ট্রলারের পিছু ধাওয়া করে।

দীর্ঘক্ষণ ধাওয়া করার পর ধরে ফেলেন ট্রলারটিকে। ট্রলারে থাকা ১৯ জন মৎস্যজীবিকে জিঞ্জাসাবাদ শুরু করে। ধৃতদের বাড়ি বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা জেলার ভোলা সদরের পুরালিয়া গ্রামে। ধৃতরা বাংলাদেশি মৎস্যজীবি বললেও বৈধ কোনও নথি দেখাতে পারেনি। 

এমনকি অবৈধ ভাবে ভারতীয় জলসীমা অতিক্রম করে তারা। বিএসএফ ট্রলারটি বাজেয়াপ্ত করে। পাশাপাশি ট্রলারে থাকা ২০ জন বাংলাদেশিকে গ্রেফতার করে। ধৃত বাংলাদেশিদেরকে রবিবার সুন্দরবন কোষ্টাল থানার পুলিশের হাতে হস্তান্তর করে বিএসএফ। কী কারণে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল ধৃতরা? সেই বিষয়ে নিজেদের হেফাজত নিয়ে জিঞ্জাসাবাদ করে তদন্ত শুরু করেছে সুন্দরবনর কোষ্টাল থানার পুলিশ। ধৃতদেরকে সোমবার আলিপুর আদালতে তোলা হয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বছর শেষে কোন ফান্ডে কত লাভ? দেখুন Mutual Fund-এর রিপোর্ট কার্ড। বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৪
বাংলাদেশে দীপু দাসের হত্যা, প্রতিবাদে ইউনুসের কুশপুতুল দাহ দিল্লিতে | Dipu Chandra Das Protest Delhi