বরানগর গুলিকাণ্ডের তদন্তে নেমে পুলিশ পাকড়াও করেছে দুই জনকে। একজন মহম্মদ শামিম লস্কর, অন্যজন সুশান্ত আদক। শামিম ভাড়টে খুনি। আর সুশান্ত বাইকের চালক। তাদেরই জেরা করে পুলিশ রহস্যের জট ছাড়়াতে চেয়েছে।
বরানগরে গত ২১ নভেম্বর স্থানীয় বাসিন্দা সরকারি কর্মী বিকাশ মজুমদারকে লক্ষ্য করে গুলি চালায় দুই বাইক আরোহী। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু গুলির বারুদ ছিটকে গিয়ে আহত হয় বিকাশ। এই ঘটনার তদন্তে নেমে অবাক করার মত তথ্য পেল পুলিশ।
25
পাকড়াও দুই
বরানগর গুলিকাণ্ডের তদন্তে নেমে পুলিশ পাকড়াও করেছে দুই জনকে। একজন মহম্মদ শামিম লস্কর, অন্যজন সুশান্ত আদক। শামিম ভাড়টে খুনি। আর সুশান্ত বাইকের চালক। তাদেরই জেরা করে পুলিশ রহস্যের জট ছাড়়াতে চেয়েছে।
35
আপাত নিরীহ বিকাশ
স্থানীয় বাসিন্দাদের কথায় বিকাশ মজুমদার পাড়ায় নিরীহ বলেই পরিচিত। তেমনভাবে কারোর সঙ্গে মেলামেশা করত না। প্রতিবেশীদের সঙ্গে হাই-হ্যালোর সম্পর্ক ছিল। কারও সঙ্গে খারাপ ব্যবহার করত না। অফিস আর পরিবার নিয়েই ব্যস্ত থাকত। কিন্তু তার যে এমন বন্দুকবাজ শত্রু থাকতে পারে তা ভাবেনি প্রতিবেশীরা। যা ভাবাছিল পুলিশকেও। তবে দুই অভিযুক্তকে জেরা করেই পুলিশ গুলির কারণ জানতে পেরেছে।
জেরায় অভিযুক্তরা স্বীকার করে নিয়েছে বিকাশকে খুনের সুপারি দিয়েছিল তার স্ত্রী রেখা মজুমদার ও রেখার পিসেমশাই। পুলিশ সূত্রের খবর পিসেমশাই প্রদীপ দে-র সঙ্গে রেখার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। যা বাধা পাচ্ছিল বিকাশের জন্য। আর সেই কারণেই বিকাশকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে উদ্যোগ নিয়েছিল রেখা-প্রদীপ।
55
তদন্তে অগ্রগতি
পুলিশ তদন্তে জানতে পেরেছে রেখার সঙ্গে প্রদীপের সম্পর্ক দীর্ঘ দিনের। দুজনের ফোন থেকেও বেশ কিছু ঘনিষ্ট ছবি পাওয়া গিয়েছে। রেখাকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশের খটকা লাগে। কারণ প্রথম থেকেই রেখার কথাবার্তা ছিল অসংলগ্ন। তারপরই পুলিশ রেখার মোবাইল বাজেয়াপ্ত করে। খতিয়ে দেখ কললিস্টের হিস্ট্রি। সেখানে থেকেই পায় বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য।