অবছা অন্ধকার পথে ঘুঙুর পায়ে অশরীরির কান্না! ভিডিও ভাইরাল হতেই এলাকায় আতঙ্কের ছায়া

বারাসতের কদম্বগাছি এলাকায় অশরীরি আতঙ্ক ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে শাড়ি পরা এক মহিলাকে রাতের অন্ধকারে দেখা যাচ্ছে, যার পা পায়রা দিয়ে বাঁধা। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
deblina dey | Published : Nov 7, 2024 10:39 AM IST / Updated: Nov 07 2024, 09:25 PM IST
112

দুই ধারে ঘন ঝোপ, মাঝখান দিয়ে এক ফালি সরু রাস্তা। সন্ধ্যা নামতেই হিমেল হওয়ায়, সরসর করে ঝড়ে পড়ছে শুকনো পাতা। এর মধ্যেই সাইকেল চালিয়ে এক যুবক যাচ্ছিল এই সরু পথ দিয়েই।

212

দীপাবলির মাঝেই অমাবস্যা তিথি সেই সময় আরও কিছুটা নিকষ অন্ধকার ছেয়ে থাকে এই পথ জুড়ে।

312

সাইকেলে চালাতে চালাতেই হাওয়ায় এক অশরীরি উগ্র দৃষ্টিতে তাকিয়ে। শুধু এটুকু বোঝা গিয়েছে যে, অশরীরি এক মহিলা রূপ। পরণে শাড়ি।

412

আচমকা সাইকেল থামিয়ে এই দৃশ্য দেখেই পড়ি কি মড়ি ছুট। এই ভিডিও এখন ভাইরাল।

512

এরপর থেকেই সে রাস্তায় বন্ধ হয়েছে মানুষের আনাগোনা। অশরীরি বা দানবের ভয়ে দিনের বেলায়ও সে পথ মারান না কেউ।

612

এখন 'ভূতের' ছায়া কেটে গেছে! কখনো ঘুঙুরের আওয়াজ, কখনো কান্না বা চিৎকারের শব্দ। 

712

এমনই চাঞ্চল্যকর সব ঘটনা ঘটছে বারাসত শহরের কাছে কদম্বগাছি এলাকায়। আচমকা সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

812

তবে এশিয়ানেট নিউজ বাংলা এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। পশ্চিমবঙ্গ রহস্য উদঘাটনের একটি যৌক্তিক প্ল্যাটফর্ম।

912

শীত এখনো পড়েনি। বিকেল থেকেই বাতাসে শীতলতা। সন্ধ্যা পাঁচটার পর থেকে সাধারণ মানুষ প্রায় ঘরে বন্দি। খুব জরুরি কাজ ছাড়া রাতে কেউ বাসা থেকে বের হয় না।

1012

'ভূতের' আতঙ্ক থেকে কার্যত সেরে উঠেছেন আটাশ। বারাসত শহর কদম্বগাছি পঞ্চায়েতের কাছে। এই পঞ্চায়েতের অধীনে উলা, বয়রা, কালসারা, কাঁথালিয়া, জাগুলি সহ বহু গ্রাম রয়েছে। এসব গ্রামে একের পর এক কয়েক একর জমি রয়েছে। 

1112

কেউ আমের বাগান, কেউ বাঁশের বাগান। যদিও এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা নয়, অনেক লোক প্রতিদিন এই এলাকা দিয়ে যাতায়াত করে, যদিও এই এলাকাগুলো সন্ধ্যার পর শান্ত হয়ে যায়।

1212

সম্প্রতি সেই নিরিবিলি পরিবেশে 'দানব' গুঞ্জনে কাবু হয়ে পড়েছে মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনেক ভিডিও। কেউ কেউ দাবি করেন যে এটি এই এলাকার। ভাইরাল হওয়া ওই ভিডিওতে শাড়ি পরা এক মহিলাকে রাতের অন্ধকারে ভ্রমণ করতে দেখা যাচ্ছে। পায়রা দিয়ে তার পা বাঁধা। সে কাঁদতে কাঁদতে পায়ের আওয়াজ করল। এলাকার একাধিক যুবক জানান, ভিডিওটি ওই এলাকার। এটি হোয়াটসঅ্যাপেও ভাইরাল হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos