একধাক্কায় ৫০০ টাকা বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বাংলার মা-মেয়েদের ভোট পেতে আরও বড় সিদ্ধান্ত তৃণমূলের?

একধাক্কায় ৫০০ টাকা বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! বাংলার মা-মেয়েদের ভোট পেতে আরও বড় সিদ্ধান্ত তৃণমূলের?

Anulekha Kar | Published : Nov 7, 2024 4:52 AM IST
17

এই রাজ্যে ব্যাপক জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের কারণে বেশ একটা বড় অংশের ভোট পেয়েছে তৃণমূল সরকার।

27

প্রথমে সাধারণ মহিলাদের জন্য ৫০০ টাকা ও তপশিলি মহিলাদের জন্য ১ হাজার টাকা করে বরাদ্দ করেছিল রাজ্য সরকার।

37

পরে সেই টাকা বাড়িয়েছে তৃণমূল সরকার। এতে অত্যন্ত খুশি হয়েছেন বাংলার মা ও মেয়েরা।

47

৫০০ এর জায়গায় ১০০০ টাকা করে পাচ্ছেন সাধারণ শ্রেণির মেয়েরা। টাকা বেড়েছে তপশিলি শ্রেণির মেয়েদেরও।

57

১০০ এর জায়গায় এখন ১২০০ টাকা করে পাচ্ছেন তপশিলি জাতির মেয়েরা।

67

এবার সেই টাকা বেড়ে যাতে পারে ফের। মহিলাদের জন্য আরও টাকা বাড়িয়ে দিতে পারে রাজ্য সরকার।

77

এবার ১০০০ এর জায়গায় ১৫০০ টাকা হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। এমনই পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে। ২০২৬ এর বিধানসভার আগেই ফাটাফাটি ঘোষণা করতে পারে নবান্ন।

Share this Photo Gallery
click me!

Latest Videos