Nabanna abhijan: নবান্ন থেকে মাত্র ১০০ মিটার দূরে মিছিল, ছবিতে দেখুন অভিযান ঘিরে ছাত্র সমাজ-পুলিশের সংঘর্ষ

ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে, জলকামান ও কাঁদানে গ্যাসের শেল উপেক্ষা করে নবান্ন অভিমুখে এগিয়েছে আন্দোলনকারীরা।
Saborni Mitra | Published : Aug 27, 2024 10:31 AM IST
110
নবান্ন অভিযান

আরজি কর হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা।

210
অভিযান আটতে তৎপর পুলিশ

সকাল থেকেই অভিযান আটকাতে তৎপর রাজ্য ও কলকাতা পুলিশ। কিন্তু অভিযানে অনড় ছাত্র সমাজ। বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নবান্ন অভিমুখে রওনা দেয়।

310
ব্যারিকেড ভাঙে আন্দোলনকারীরা

নবান্ন অভিযানের নেমে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। নবান্ন অভিযান আটকাতে প্রায় ১৯টি ব্যারিকেড দিয়েছিল রাজ্য প্রশাসন।

410
জলকামান

অভিযান আটকাতে আন্দোলনকারীদের লক্ষ্য় করে জলকামান ছোঁড়ে।

510
কাঁদানে গ্যাসের সেল

আন্দোলন রুখতে ছোঁড়া কাঁদানে গ্যাসের সেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হয় আন্দোলনকারীরা।

610
হাওড়া ব্রিজে তুমুল অশান্তি

হাওড়া ব্রিজে অন্দোলনকারী ও পুলিশের মধ্যে তুমুল অশান্তু হয়। পুলিশ লাঠি চার্জও করে।

710
পুলিশকে লক্ষ্য করে ইট

আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট আর পাথর ছোঁড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।

810
হাওড়া স্টেশন চত্ত্বরে জমায়েত

আন্দোলনকারীদের একটি বড় অংশ হাওড়া ও সাঁতরাগাছি স্টেশন চত্ত্বরে জমায়েত করেছে। পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছেছে পুলিশ।

910
নবান্ন থেকে ১০০ মিটার দূরে

পুলিশ সূত্রের খবর আন্দোলনকারীরা নবান্ন থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে পৌঁছে গিয়েছিল। যদিও মাত্র তিন মিনিটের মধ্যেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

1010
মহিলা আন্দোলনকারীরা এগিয়ে

মহিলা আন্দোলনকারীদের একটি দল প্রায় নবান্ন চত্বরে পৌঁছে গিয়েছে। তবে জলকামান ও কাঁদানে গ্যাস নিয়ে তৈরি উর্দিধারীরা।

Share this Photo Gallery
click me!

Latest Videos