সাবধান! ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণীঝড় রেমাল, কোথা আছড়ে পড়বে জানেন?

সাবধান! ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণীঝড় রেমাল, কোথা আছড়ে পড়বে জানেন?

Anulekha Kar | Published : May 24, 2024 6:23 AM IST
18
কোথায় আছড়ে পড়বে রেমাল?

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণীঝড়! ভরতে আছড়ে পড়বে এই ঝড়?

28
কোথায় আছড়ে পড়বে রেমাল?

তবে ভারতে নয়,বাংলাদেশেই আছড়ে পড়বে রেমাল! তবে এর প্রভাব পড়বে সুন্দরবন অঞ্চলেও বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

38
কোথায় আছড়ে পড়বে রেমাল?

স্থলভাগে আছড়ে পড়ার সময় এর গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩০ কিমি হতে পারে বলে জানা গিয়েছে।

48
কোথায় আছড়ে পড়বে রেমাল?

শুক্রবার সকালে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা গিয়েছে। তবে এই ঝড়ের গতিবেগ উত্তরমুখী হবে বলে জানিয়েছে।

58
কোথায় আছড়ে পড়বে রেমাল?

শনিবার সকালে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানা গিয়েছে।

68
কোথায় আছড়ে পড়বে রেমাল?

বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের স্থলভাগে এই ঝড় প্রবেশ করবে রবিবার সন্ধে নাগাদ।

78
কোথায় আছড়ে পড়বে রেমাল?

স্থলভাগে প্রবেশ করার পর এটি রূপ নেবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ৷

88
কোথায় আছড়ে পড়বে রেমাল?

এই ঝড়ের কারণে রবি ও সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷

Share this Photo Gallery
click me!

Latest Videos