ঘূর্ণিঝড় দানা-র আগেই ঝড়ের দাপটে নদীতে ডুবেছে একাধিক নৌকা, নিখোঁজ বহু মৎস্যজীবী

Published : Oct 24, 2024, 01:40 PM ISTUpdated : Oct 24, 2024, 02:14 PM IST
Fishing Boat

সংক্ষিপ্ত

ঘূর্ণিঝড় দানার আগমনের আগেই মুর্শিদাবাদে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা ডুবে যায়। বুধবার সন্ধ্যায় সমশেরগঞ্জ ও ফারাক্কায় এই দুর্ঘটনায় বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন, উদ্ধার অভিযান চলছে।

ঘূর্ণিঝড় দানা এখনও উপকূলে পৌঁছায়নি, এর আগেই ঝড় মুর্শিদাবাদে আঘাত করেছিল। ইলিশ মাছ ধরার মরসুমে ঘূর্ণিঝড় দানের প্রভাবে সমশেরগঞ্জ ও ফারাক্কায় নৌকাডুবির ভয়াবহ ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ে অনেক মাছ ধরার নৌকা, ডিঙি ডুবে যায়। এই ঘটনায় দুজনকে উদ্ধার করা গেলেও অনেকেই নিখোঁজ।

প্রশাসন সূত্রে খবর, বুধবার পর্যন্ত অনেক জেলেকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে কিছু নাবালক ছেলেও রয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। গঙ্গার ঘাটে পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও, ঘূর্ণিঝড় দানার কারণে রাজ্যের জেলেদের মাছ ধরার জন্য সমুদ্র বা নদীতে যেতে নিষেধ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার অনেক জেলে নদীতে মাছ ধরতে গেলে ঝড়ে নৌকাটি ডুবে গেলে প্রায় সবাই নদীতে ডুবে যায়। এদিকে যারা ডুবে গেছে তাদের উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের সামনে কান্নাকাটি শুরু করেন স্বজনরা। অনেক জেলে পরিবার গঙ্গার তীরে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সমসেরগঞ্জের লোহারপুর, সিকদারপুর ও ধুলিয়ান পৌরসভার এক নম্বর ঘাটে ভাগীরথীতে নৌকা ও ডিঙি ডুবে গেছে বলে জানা গেছে। এছাড়া ফারাক্কার অর্জুনপুর গঙ্গা ঘাটে একটি নৌকাডুবি হয়েছে। রাত নাগাদ, দুটি ব্লকের ১০ জনেরও বেশি জেলে গঙ্গায় নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে এসব মানুষ অনেকেই সাঁতার কেটে নদীতে পৌঁছেছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাই বহু মানুষকে উদ্ধার করেছে।

PREV
click me!

Recommended Stories

নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা
ফুটবল খেলতে মাঠে যাওয়ার পথে নাবালিকাকে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন, ২৫ বছরের কারাদণ্ড