ঘূর্ণিঝড় দানা-র আগেই ঝড়ের দাপটে নদীতে ডুবেছে একাধিক নৌকা, নিখোঁজ বহু মৎস্যজীবী

ঘূর্ণিঝড় দানার আগমনের আগেই মুর্শিদাবাদে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা ডুবে যায়। বুধবার সন্ধ্যায় সমশেরগঞ্জ ও ফারাক্কায় এই দুর্ঘটনায় বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন, উদ্ধার অভিযান চলছে।

ঘূর্ণিঝড় দানা এখনও উপকূলে পৌঁছায়নি, এর আগেই ঝড় মুর্শিদাবাদে আঘাত করেছিল। ইলিশ মাছ ধরার মরসুমে ঘূর্ণিঝড় দানের প্রভাবে সমশেরগঞ্জ ও ফারাক্কায় নৌকাডুবির ভয়াবহ ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় আকস্মিক ঝড়ে অনেক মাছ ধরার নৌকা, ডিঙি ডুবে যায়। এই ঘটনায় দুজনকে উদ্ধার করা গেলেও অনেকেই নিখোঁজ।

প্রশাসন সূত্রে খবর, বুধবার পর্যন্ত অনেক জেলেকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে কিছু নাবালক ছেলেও রয়েছে বলে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। গঙ্গার ঘাটে পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও, ঘূর্ণিঝড় দানার কারণে রাজ্যের জেলেদের মাছ ধরার জন্য সমুদ্র বা নদীতে যেতে নিষেধ করা হয়েছে।

Latest Videos

স্থানীয় বাসিন্দাদের দাবি, বুধবার অনেক জেলে নদীতে মাছ ধরতে গেলে ঝড়ে নৌকাটি ডুবে গেলে প্রায় সবাই নদীতে ডুবে যায়। এদিকে যারা ডুবে গেছে তাদের উদ্ধার করে অনুপনগর ব্লক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের সামনে কান্নাকাটি শুরু করেন স্বজনরা। অনেক জেলে পরিবার গঙ্গার তীরে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সমসেরগঞ্জের লোহারপুর, সিকদারপুর ও ধুলিয়ান পৌরসভার এক নম্বর ঘাটে ভাগীরথীতে নৌকা ও ডিঙি ডুবে গেছে বলে জানা গেছে। এছাড়া ফারাক্কার অর্জুনপুর গঙ্গা ঘাটে একটি নৌকাডুবি হয়েছে। রাত নাগাদ, দুটি ব্লকের ১০ জনেরও বেশি জেলে গঙ্গায় নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে এসব মানুষ অনেকেই সাঁতার কেটে নদীতে পৌঁছেছেন বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারাই বহু মানুষকে উদ্ধার করেছে।

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি