ক্রমশঃ শক্তিবৃদ্ধি করছে ঘূর্ণিঝড় 'দানা', উপকূলবর্তী অঞ্চলে বাড়ছে আশঙ্কা

বুধবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাব দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ও শুক্রবার উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল প্রাকৃতিক দুর্যোগ দেখা যেতে পারে।

যত সময় গড়াচ্ছে ততই শক্তি বাড়িয়ে চলেছে ঘূর্ণিঝড় 'দানা'। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার পর শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'দানা'। বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়বে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর থেকে ক্রমশঃ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়। সমুদ্রে প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। বৃহস্পতিবার সকালে সমুদ্রে বাতাসের গতি বাড়বে। সমুদ্রের উপর দিয়ে প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে এগিয়ে চলেছে ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সমুদ্র ছেড়ে এখনও স্থলভাগে আসেনি ঘূর্ণিঝড়। ফলে শক্তিক্ষয় হওয়ার বদল ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ছে। বৃহস্পতিবার রাতে স্থলভাগে আছড়ে পড়লে তারপর শক্তিক্ষয় করতে পারে 'দানা'।

পশ্চিমবঙ্গের উপকূলে বাড়বে বৃষ্টি

Latest Videos

বুধবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া-সহ বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলগুলি থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে পৌঁছে গিয়েছেন। পুলিশের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। সুন্দরবন অঞ্চলে বাঁধগুলির উপর নজর রাখা হচ্ছে।

বৃহস্পতিবার রাতে স্থলভাগে আছড়ে পড়বে 'দানা'

আলিপুুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ওড়িশার ভিতরকণিকা পার্ক ও ধামারা বন্দরের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। এর ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় সতর্কতা, হাওড়া-শিয়ালদা ডিভিশনে যাত্রী সহায়তায় হেল্পলাইন

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শিয়ালদা ডিভিশনে ১৪ ঘণ্টা বন্ধ সব লোকাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee