ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় সতর্ক পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। ঝুঁকি এড়াতে হাওড়া ও শিয়ালদা ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল করার পাশাপাশি আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘূর্ণিঝড় 'দানা' আছড়ে পড়ার পর কোনও যাত্রী যদি সমস্যায় পড়েন, তাহলে তাঁকে সাহায্য করার জন্য হেল্পলাইন নাম্বার চালু করল পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদা ডিভিশনে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। হাওড়া ডিভিশনের হেল্পলাইন নাম্বার হল- ০৩৩-২৬৪০২২৪১, ০৩৩-২৬৪০২২৪২। শিয়ালদা ডিভিশনে যাত্রীদের সহায়তায় বিএসএনএল নাম্বার-২৩৫১৬৯৬৭। শিয়ালদা ডিভিশনে হেল্পলাইন নাম্বার-১০৭২৫। পূর্ব রেলের পাশাপাশি দক্ষিণ-পূর্ব রেলও ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতা অবলম্বন করছে। বুধবার গার্ডেনরিচে দক্ষিণ-পূর্ব রেলের সদর দফতরে বৈঠক করেন জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র। এই বৈঠকে ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্কতা, সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া, সাঁতরাগাছি, শালিমার, খড়্গপুর স্টেশন থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল, যাত্রাপথের সময় পরিবর্তন করা হয়েছে।
শিয়ালদা ডিভিশনে বাতিল লোকাল ট্রেন
পূর্ব রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বৃহস্পতিবার রাত আটটা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত শিয়ালদা ডিভিশনে সব লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাত আটটার পর শিয়ালদা স্টেশন থেকে কোনও শাখারই লোকাল ট্রেন ছাড়বে না। শিয়ালদা মেইন, শিয়ালদা নর্থ ও শিয়ালদা সাউথ শাখার যাত্রীদের আটটার আগেই স্টেশনে পৌঁছে লোকাল ট্রেন ধরতে হবে। শিয়ালদা ডিভিশনের সব প্রান্তিক স্টেশন থেকে বৃহস্পতিবার সন্ধে সাতটার মধ্যে শেষ লোকাল ট্রেন ছাড়বে। সেই ট্রেনগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে শিয়ালদা স্টেশনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তারপর শুক্রবার সকাল পর্যন্ত কোনও লোকাল ট্রেন ছাড়বে না।
নামখানা, হাসনাবাদ শাখায় সতর্কতা
শিয়ালদা ডিভিশনের হাসনাবাদ ও নামখানা শাখাতেই ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ার আশঙ্কা রয়েছে। এই কারণে এই দুই শাখায় সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করছে পূর্ব রেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শিয়ালদা ডিভিশনে ১৪ ঘণ্টা বন্ধ সব লোকাল ট্রেন, ঘোষণা পূর্ব রেলের