সুপারিশে কতজনের চাকরি? প্রাথমিকে নিয়োগ নিয়ে সিবিআই-এর হাতে আসা নথির পরই জল্পনা তুঙ্গে

Published : Feb 17, 2025, 07:56 PM IST

সিবিআই মনে করছে প্রভাবশালীদের সুপারিরে প্রায় ৩০ জনের চাকরি হয়েছিল। সুপারিশকরীর তালিকাও রয়েছে সিবিআই-এর হাতে।

PREV
110
থমিকে নিয়োগ দুর্নীতি মামলা

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর হাতে রয়েছে গুরুত্বপূর্ণ নথি।

210
নথি পেয়েছিল

সূত্রের খবর বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়ে নথি পেয়েছিল সিবিআই

310
সুপারিশেই চাকরি

সিবিআই-এর অনুমান প্রভাবশালীদের সুপারিশে প্রাথমিকে প্রচুর প্রার্থীর চাকরি হয়েছিল।

410
চাকরি হওয়ার সংখ্যা

সিবিআই মনে করছে প্রভাবশালীদের সুপারিরে প্রায় ৩০ জনের চাকরি হয়েছিল। সুপারিশকরীর তালিকাও রয়েছে সিবিআই-এর হাতে।

510
জুন মাসে তল্লাশি

সিবিআই গত বছর জুন মাসে বিকাশ ভবনে তল্লাশি অভিযান চালিয়েছিল। গিয়েছিল বিকাশভবনের গুদামঘরেও।

610
বস্তায় ছিল নথি

সিবিআই সূত্রের খবর বিকাশভবনে প্রচুর বস্তা ছিল। সেখানেই একাধিক বস্তার মধ্যে কয়েকটি বস্তা আলাদা করে রাখা হয়েছিল। সেই বস্তাগুলিতে তল্লাশি চালিয়েই নথি পেয়েছিল সিবিআই।

710
৩২৪ জনের নাম

সিবিআই যে নথি পেয়েছে তাতে ৩২৪ জনের নামের তালিকা ও রোল নম্বর পেয়েছিল। সেখানেই ছিল সুপারিশকারীর নাম।

810
সুপারিশকারীদের নাম

সিবিআই-এর হাতে যে তালিকা রয়েছে তাতে সুপারিশকারী হিসেবে রয়েছে দিব্যেন্দু অধিকরী, ভারতী ঘোষ, মমতাবালা ঠাকুর, সওকত আলির মোল্লার নাম।

910
অস্বীকার

যদিও সুপারিশের বিষয়টি অস্বীকার করেছেন তাঁরা। কেউই এজাতীয় কোনও কাজ করেননি বলেও জানিয়েছেন।

1010
সুপারিশে কতজনের চাকরি

সিবিআই বলেছে পর্যদ যে তালিকা দিয়েছে সেখানেই রোল নম্বর রয়েছে। তাই বর্তমানে চাকরি প্রার্থীদের সঙ্গে সব মিলিয়ে দেখলেই স্পষ্ট হয়ে যাবে কারা সুপারিশে চাকরি পেয়েছিল।

click me!

Recommended Stories