মাধ্যমিক পরীক্ষায় বিরাট বদল! একেবারে পাল্টে গেল রেজিস্ট্রেশন করার ধরন, কতদিন চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া? জেনে নিন
মাধ্যমিক রেজিস্ট্রেশন নিয়ে বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪ সালের পরীক্ষার আগে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল বহু ছাত্রছাত্রীকে। পরীক্ষার আগে হাতে অ্যাটমিট কার্ড পায়নি অনেকেই। পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে পর্যন্ত অ্যাটমিট পাওয়া যায়নি। এর জেরে আদালত পর্যন্ত যেতে হয়েছিল বহু অভিভাবককে।
তবে এবার আর কোনও গাফিলতিই হবে না। গোটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে করে দিল পর্ষদ। বৃহস্পতিবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।
যারা ২০২৬ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাই সকাল ১১ থেকে ৩১ অগাস্ট মধ্যরাত পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যাতে রেজিস্ট্রেশনে কোনও সমস্যা না হয় তার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে স্কুলগুলিকে।