By Election Result: তৃণমূল ঝড়ে রাজ্য বিধানসভায় আরও কোনঠাসা হচ্ছে বিজেপি, রইল চার কেন্দ্রের ফল

লোকসভার পর এবার বিধানসভার উপনির্বাচনের ঘাসফুল ঝড় অব্যাহত। চার কেন্দ্রেই এগিয়ে বিজেপি।

 

Saborni Mitra | Published : Jul 13, 2024 5:41 AM IST

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিরোধীদের অনেকটা পিছয়ে ফেলে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। যা বদলে দিতে পারে বিধানসভার অন্দরের সমীকরণ। যা বিজেপিকে অনেকটাই অস্বস্তিতে ফেলে দিতে পারে।

এক নজরে এখনও পর্যন্ত বিধানসভা নির্বাচনের চার কেন্দ্রের ফলাফলঃ

Latest Videos

বেলা ১১টা পর্যন্তঃ

বাগদাঃ বাগদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর বিজেপি প্রার্থীর থেকে এগিয়ে রয়েছে ৩৩ , ৫৩৭ ভোটে।

মানিকতলাঃ মানিকতলায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে ১১.৬৬৮ ভোটে এগিয়ে রয়েছেন।

রায়গঞ্জঃ রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে।

রানাঘাট দক্ষিণঃ রানাঘাটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী।

বাংলার চার কেন্দ্রের সঙ্গে এদিন দেশের আরও ৬ রাজ্যে বিধানসভার উপনির্বাচন হচ্ছে। শনিবার সকাল থেকেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে ভোট গণনা শুরু হয়েছে। যার মধ্যে রয়েছে হিমালচল প্রদেশের তিনটি কেন্দ্র, উত্তরাখণ্ডের দুটি কেন্দ্র, মধ্যপ্রদেশ, পঞ্জাব, তামিলনাড়ুর একটি করে কেন্দ্র। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণনার শুরুতে বিহারের রুপাউলিতে জনতা দল, হিমাচল প্রদেশের দেহরায় বিজেপি, হামিরপুরে কংগ্রেস, পঞ্জাবের জলন্ধর পশ্চিমে আম আদমি পার্টি, উত্তরাখণ্ডের মঙ্গলাপুর এবং বদ্রীনাথে কংগ্রেস, মধ্যপ্রদেশের অমরওয়ারায় বিজেপি এগিয়ে রয়েছে।

Share this article
click me!

Latest Videos

‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024