এই মুহূর্তে রাজ্যের অন্যতম মেগা প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার।
এদিকে আবার এই স্কিমে বরাদ্দ বাড়ানোোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লেখেন এক বিজেপি সাংসদ।
এই দাবিতেই মুখ্যমন্ত্রীকে আবেদন জানান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো।
মূলত, রাজ্যের মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই এই কর্মকাণ্ড।
পরবর্তীতে অঙ্ক বাড়িয়ে মাসে ১০০০ টাকা করা হয়।
এবার সেই টাকাই আরও বাড়ানোর আবেদন আসছে।
সেই প্রকল্পের আওতায় মহিলাদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হয়।
যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে থাকনে, তাদের প্রত্যেককে সেই নিয়মগুলি মেনে চলতে হয়।
তাছাড়া যিনি এই স্কিমের সুবিধা নেবেন, তাঁর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
এইরকমই একাধিক নিয়ম মানলে, তবেই পাওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
বাকিটা উত্তর দেবে সময়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।