বিয়ে করলেই ২১,০০০ টাকা দেবে পঞ্চায়েত, পাত্র-পাত্রীর পরিবারকে শুধু করতে হবে এই কাজ

এখন যে কোনও আনন্দ-অনুষ্ঠানেই মদের ফোয়ারা ফোটে। বিশেষ করে পাঞ্জাবে মদ-মাদকের নেশা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। সরকারি স্তরে নেশামুক্তির উদ্যোগ নেওয়া হলেও, তা বিশেষ কার্যকর হচ্ছে না। এই পরিস্থিতিতে নতুন উদ্যোগ নিল সরকার।

Soumya Gangully | Published : Jan 8, 2025 2:52 PM / Updated: Jan 08 2025, 03:45 PM IST
110
গরিব মেয়েদের বিয়েতে সমস্যা হলে আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকারের প্রকল্প রয়েছে

পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির মেয়েদের বিয়ের জন্য অর্থসাহায্য করা হয়।

210
পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও কয়েকটি রাজ্য সরকারও মেয়েদের আর্থিক সাহায্য করে

পশ্চিমবঙ্গের মতোই দেশের আরও কয়েকটি রাজ্য সরকারও মেয়েদের শিক্ষা, বিয়ের জন্য অর্থসাহায্য করে।

310
পাঞ্জাবের এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকেও বিয়েতে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে

পাঞ্জাবের ভাটিন্ডা জেলার বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউর ঘোষণা করেছেন, বিয়েতে ২১,০০০ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। তবে একটা শর্ত মানতে হবে।

410
বিয়ের আসরে মদ্যপানের ব্যবস্থা এবং ডিজে না থাকলেই পাওয়া যাবে ২১,০০০ টাকা

পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউর জানিয়েছেন, যে পরিবারগুলি ছেলে-মেয়ের বিয়েতে মদ ও ডিজে-র আসর বসাবেন না, সেই পরিবারগুলি ২১,০০০ টাকা করে পাবে।

510
পাঞ্জাবের গ্রামগুলিকে নেশামুক্ত করার লক্ষ্যেই পঞ্চায়েতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে

গ্রামবাসীরা যাতে নেশার কবল থেকে মুক্ত হতে পারেন এবং বিয়েতে অযথা বেশি টাকা খরচ না করেন, সেটা নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত।

610
বিয়েতে মদ, ডিজে বন্ধ থাকলে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে বলে আশায় পঞ্চায়েত

পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, অনেক সময়ই দেখা যায় বিয়ের আসরে অনেকে মদ্যপান করে ঝামেলায় জড়িয়ে পড়ে। তারস্বরে ডিজে মিউজিক বাজলে বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়। এই কারণে এসব বন্ধ হওয়া দরকার।

710
বাল্লো গ্রামে ৫,০০০ মানুষের বাস, সবাই পঞ্চায়েতের নির্দেশিকা মানবেন বলে আশা করা হচ্ছে

বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউর জানিয়েছেন, তাঁদের গ্রামে ৫,০০০ মানুষ বাস করেন। সবাই বিয়েতে মদ ও ডিজে থেকে বিরত থাকবেন বলে আশা করা হচ্ছে।

810
গ্রামের কিশোর-কিশোরীদের খেলায় উৎসাহিত করার জন্য সরকারের কাছে আবেদন পঞ্চায়েত প্রধানের

বাল্লো গ্রামের পঞ্চায়েত প্রধান অমরজিৎ কউর জানিয়েছেন, তাঁরা রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, কিশোর-কিশোরীদের খেলায় উৎসাহ দেওয়ার জন্য যেন তাঁদের গ্রামে স্টেডিয়াম তৈরি করা হয়।

910
পাঞ্জাবের এই গ্রামে সাধারণ মানুষের সুবিধার্থে আরও উদ্যোগ নিচ্ছে পঞ্চায়েত

পাঞ্জাবের এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গ্রামবাসীদের জন্য বায়োগ্যাস উৎপাদন কেন্দ্র তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যে কৃষকরা জৈব চাষ করবেন, তাঁদের বিনামূল্যে বীজ দেওয়া হবে।

1010
বাল্লো গ্রামের বাসিন্দারা পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি হয়েছেন বলে জানিয়েছেন

বাল্লো গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা পঞ্চায়েতের উদ্যোগের পাশে আছেন। তাঁরা চাইছেন সব পরিকল্পনা বাস্তবায়িত হোক।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos